কেন ভেঙে যায় রুদ্রনীল ও তনুশ্রীর প্রেমের সম্পর্ক?

কেন ভেঙে যায় রুদ্রনীল ও তনুশ্রীর প্রেমের সম্পর্ক?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কেন ভেঙে যায় রুদ্রনীল ও তনুশ্রীর প্রেমের সম্পর্ক? টলিউডে ব্রেকআপের খবর নতুন কিছু নয়। কান পাতলেই শোনা যায় প্রেম ভাঙার কথা। এমনই এক ব্রেক আপ হয়েছিল অভিনেতা রুদ্রনীল ঘোষ ও তনুশ্রী চক্রবর্তীর। ঠিক ছিল বিয়ে করবেন তাঁরা, প্রেম নিয়েও দু’জনে কোনও লুকোছাপা করেননি। সব কথা এগিয়েও কেন ভেঙে যায় তাঁদের সম্পর্ক? রুদ্রনীল এ নিয়ে মুখ খুলেছিলেন একবার। জানিয়েছিলেন, স্বামী-স্ত্রী হয়ে গেলে বদলে যেতে পারত সম্পর্কের সমীকরণ। সেই কারণেই বন্ধুত্বের মধ্যেই আটকে রাখেন সম্পর্ককে। বলেছিলেন, “বন্ধুকে যে কথা অবলীলায় বলা যায়, তা প্রেমিকাকে বলা সম্ভব নয়,তাই আলাদা হয়ে গেলাম।”

 

 

 

রুদ্রনীলের সঙ্গে বিচ্ছেদের পর তনুশ্রী চক্রবর্তী সম্পর্কে জড়িয়েছিলেন ব্যবসায়ী রাজকুমার গুপ্তের সঙ্গে। যদিও রাজকুমারের সঙ্গেও তাঁর বিচ্ছেদ হয়ে গিয়েছে বলেই খবর। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তনুশ্রী। অন্যদিকে বিজেপির হয়ে ভোটে দাঁড়ান রুদ্রনীল ঘোষও। যদিও তনুশ্রী বা রুদ্রনীল কেউই জয়লাভ করতে পারেননি। এঁদের মধ্যে রুদ্রনীল এখনও রাজনীতির ময়দান না ছাড়লেও, তনুশ্রীকে আর দেখা যায় না সেখানে। তিনি মন দিয়েছেন কাজেই। আপাতত সিঙ্গল দুজনেই। রুদ্রনীলের হাতেও বেশ কিছু কাজ। বলিউডের প্রজেক্টেও দেখা যাবে তাঁকে। আগামী দিনে দু’জনের সম্পর্ক কোন খাতে গড়ায় এখন সেটাই দেখার।

 

 

 

আরও পড়ুন –  মদ্যপান করে বাইক চালাবেন ভাবছেন? হোলির আগে সাবধান হন, জেনে নিন কারণ…

 

 

যদিও সে সময় তাঁদের প্রেম ভাঙা নিয়ে চলেছিল নানা চর্চা। রটেছিল, ‘বেডরুম’ ছবিতে অভিনয় করার সময় নাকি অভিনেত্রী উষসী চক্রবর্তীর সঙ্গে রুদ্রনীলের ঘনিষ্ঠতা ভাল ভাবে নেননি তনুশ্রী। আর সে কারণেই নাকি ক্রমে বাড়ে দূরত্ব। প্রেম কেন ভেঙেছিল সে ব্যাপারে প্রথম থেকেই চুপ ছিলেন তনুশ্রী। তবে কিছু মাস আগে নুসরত জাহানের এক চ্যাট শো’য়ে তাঁকে প্রশ্ন করা হয় রুদ্রনীল ঘোষ ও পরমব্রত চট্টোপাধ্যায় সম্পর্কে। সেখানে পরমব্রত ও রুদ্রনীল দু’জনকেই বেড়েপাকা হিসেবে উল্লেখ করেন তিনি। সে কারণেই কি হয়েছিল বিচ্ছেদ? তা অবশ্য জানাননি তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top