পুরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৩, দ্রুত সরানো হচ্ছে পর্যটকদের,পুরীর জগন্নাথ মন্দিরের পাশেই লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সে এ দিন সকালে আগুন লাগে। তিনজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দ্রুত পর্যটকদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে দমকলের ১২টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।
জানা গিয়েছে, বুধবার রাত ৮টা নাগাদ পুরীর জগন্নাথ মন্দির লাগোয়া লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সে আগুন লাগে। কমপক্ষে ৪০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।গতকাল রাত থেকেই আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। বর্তমানে ১২টি দমকলের ইঞ্জিন ও ১৬০ দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুরীর দমকল বিভাগের প্রধান আধিকারিক বলেন, এখনও অবধি ১৪০ জন পর্যটকদের সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। আগুনও অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
আরও পড়ুন – নিয়োগ দুর্নীতিতে এ বার নাম জোরালো অভিনেতার, চলতি সপ্তাহে ইডি দফতরে তলব…
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত আটটা নাগাদ মন্দির সংলগ্ন লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সের একটি জামার দোকানে আগুন লাগে। সেখান থেকেই আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।শপিং কমপ্লেক্সের পাশেই বেশ কয়েকটি হোটেল রয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই সেখান থেকে পর্যটকদের বের করে আনা হয়।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)