নিজস্ব সংবাদদাতা,নওদা, ২২শে নভেম্বর : স্ত্রীর বিবাহবহির্ভুত সম্পর্কের প্রতিবাদ করায় নিজের স্বামীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্ত্রী ও ছেলের বিরুদ্ধে। মুর্শিদাবাদের নওদার কাদামপুর এলাকার ঘটনা।
সুত্রের খবর প্রায় ২১ বছর আগে নওদার কাদমপুরের বাশিন্দা কালামুদ্দিন মন্ডলের সাথে বিয়ে হয় পাশের গ্রামের রঙ্গিলা বেগমের। তাদের বর্তমানে একটি ছেলেও রয়েছে, তার নাম সোহেল রানা(১৯)। অভিজোগ সম্প্রতি প্রায় ৮ থেকে ৯ মাস আগে থেকে কালামুদ্দিনের স্ত্রী রঙ্গিলা বেগম স্থানীয় ইন্দাজুল সেখের সাথে বিবাহ বহীভূত সম্পর্কে জড়িয়ে পরে। ঘটনার কথা জানতে পেরে স্ত্রীকে এই সম্পর্ক ভাঙার জন্য বলে স্বামী কালামুদ্দিন কিন্তু না মানতে নারাজ স্ত্রী রঙ্গিলা। এই নিয়ে বেশ কিছু কিছু থেকে তাদের পারিবারিক অশান্তি চলছিল। এর জেরেই বুধবার রাত্রি ৯ টা নাগাদ নিজের বাড়িতেই কালামুদ্দিনকে শ্বাসরোধ করে খুন করে স্ত্রী রঙ্গিলা বেগম ও ছেলে সোহেল রানা বলে অভিযোগ।
পরিবারের অন্যান্য সদস্যদের সন্দেহ হলে তারা ঘরে গিয়ে দেখেন কালামুদ্দিন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে, তারাই তাকে উদ্ধার করে আমতলা গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় নওদা থানায়, পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় অভিজুক্ত স্ত্রী রঙ্গিলা বেগমকে আটক করেছে পুলিশ, যদিও আরেক অভিজুক্ত মৃতের ছেলে সোহেল রানা পলাতক বলে খবর।