সল্টলেকে প্রতারণাচক্রের পর্দাফাঁস! অফিসে হানা দিয়ে ছ’জনকে ধরল পুলিশ

সল্টলেকে প্রতারণাচক্রের পর্দাফাঁস! অফিসে হানা দিয়ে ছ’জনকে ধরল পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সল্টলেকে প্রতারণাচক্রের পর্দাফাঁস! অফিসে হানা দিয়ে ছ’জনকে ধরল পুলিশ,ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু নথি।‘আকর্ষণীয়’ সুদের হারে ঋণের লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন ৪ মহিলা এবং ২ পুরুষ। উদ্ধার করা হয়েছে ৭টি মোবাইল ফোন, ১৬টি সিম কার্ড-সহ বেশ কিছু নথি। পুলিশ সূত্রে খবর, ধৃতরা হলেন কবিতা গুপ্ত, শিবাণী শ’, মিষ্টি মাহাতো, মৌখুশি দত্ত, দিবাকর বেরা এবং সুজিত সূত্র ধর। এই চক্রে আর কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

 

আরও পড়ুন- ফের বিতর্কিত মন্তব্য মদন মিত্রের, ‘বিজেপি, সিপিএম-কে বাবা ভাবলে ভুল করবেন’, পুলিশকে…

 

 

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সল্টলেকের সেক্টর ১ এলাকায় অভিযান চালায় বিধাননগর উত্তর থানার পুলিশ। সেই সময়ই এই প্রতারণার কারবারের পর্দাফাঁস হয়। ওই এলাকায় বেআইনি ভাবে একটি অফিসে চালাতেন ধৃতরা। সেখান থেকে বিভিন্ন মোবাইল ফোন থেকে অজানা নম্বরে ফোন করতেন অভিযুক্তেরা। ফোন করে ঋণের লোভ দেখাতেন তাঁরা। এর পর ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে ‘কেওয়াইসি’ তথ্য এবং টাকা চাওয়া হত। টাকা তাঁদের অ্যাকাউন্টে ঢুকলেই সংশ্লিষ্ট প্রেরকের ফোন নম্বরটি ব্লক করে দিতেন অভিযুক্তরা। এ ভাবে বহু মানুষকে ঠকিয়েছে ওই চক্রটি, এমনটাই দাবি করেছেন তদন্তকারীরা। ‘আকর্ষণীয়’ সুদের হারে ঋণের লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে মোবাইল ফোন, সিম কার্ড এবং বেশ কিছু নথি।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top