ভাঙড়ে পা রেখেই হুঁশিয়ারি নওশাদ সিদ্দিকীর,পঞ্চায়েতে তৃণমূল শূন্য পাবে

ভাঙড়ে পা রেখেই হুঁশিয়ারি নওশাদ সিদ্দিকীর,পঞ্চায়েতে তৃণমূল শূন্য পাবে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভাঙড়ে পা রেখেই হুঁশিয়ারি নওশাদ সিদ্দিকীর,পঞ্চায়েতে তৃণমূল শূন্য পাবে, ৪০ দিনের বেশি সময় জেলে থাকতে হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। ‘জেলমুক্তি’র পর রবিবার প্রথম নিজের বিধানসভা এলাকায় গেলেন নওশাদ। এদিন বিধায়ক এলাকায় যেতেই তাঁর গাড়ি ঘিরে উপচে পড়ে সমর্থকদের উচ্ছ্বাস। এদিন সেই ভাঙা গাড়িতেই ভাঙড়ে পৌঁছন নওশাদ, গত ২১ জানুয়ারি যার কাচ ভাঙচুর করা হয়। নওশাদ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, আগামী বিধানসভা ভোট পর্যন্ত তিনি তাঁর গাড়ি এরকমই রাখবেন। বিধানসভাতেও এই গাড়ি নিয়েই যেতে দেখা গিয়েছে সম্প্রতি। নওশাদকে ঘিরে এদিন যা ভিড় ভাঙড়ে লক্ষ্য করা গিয়েছে, তিনি ভোটে জেতার পরও এতটা সমর্থন বোধহয় পাননি। নওশাদের কথায়, “সত্যিই তাই। যত দিন যাচ্ছে, ভাঙড়ের মানুষ বুঝতে পারছেন। তাঁরা দেখছেন তাঁদের হয়ে আমি কথা বলছি। বাংলার স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থানের কথা বলছি। মানুষ বুঝছেন, তাঁদের এতদিন ভুল বুঝিয়ে রাখা হয়েছিল। আমি তো বলেছি বিধানসভায় ভাঙড়ে যে ভোট পেয়েছি, তার থেকে অনেক বেশি ভোট পঞ্চায়েত নির্বাচনে পাব।”

 

 

 

 

শাসকদল হোক বা বিরোধী, কারও কোনও রাজনৈতিক কর্মসূচি দেখা যায়নি এই সময়ের মধ্যে। ১৪৪ ধারা জারির কথা বলে প্রশাসন কোনও কর্মসূচি করতেই দেয়নি। তবে রবিবার ভাঙড়জুড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির মিছিল নিয়ে কোনও সমস্যায় পড়তে হয়নি বলেই সূত্রের খবর। তবে পঞ্চায়েত ভোট নিয়ে নওশাদের আত্মপ্রত্যয় সম্পর্কে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “তৃণমূলকে শূন্য করার ক্ষমতা নওশাদের নেই। বাংলার মানুষ ২১৩ আসনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে। সেখানে নওশাদকে একটা আসনে জিতিয়েছে। একটা সাগরদিঘি নিয়ে এত উৎসাহিত হওয়ার কিছুই নেই। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন, থাকবেন।”

 

আরও পড়ুন – বিধানসভায় এসে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বাইরন

 

এদিন ভাঙড়ে পা দিয়েই দুর্নীতিমুক্ত স্বচ্ছ পঞ্চায়েত গড়ার ডাক দেন নওশাদ সিদ্দিকি। বলেন, তৃণমূল এবার শূন্য পাবে। গত ২১শে জানুয়ারি ভাঙড়ের হাতিশালায় তৃণমূল ও আইএসএফ সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধের অভিযোগ ওঠে। এই ঘটনার পর একের পর অভিযোগ দায়ের হয়েছে আইএসএফ নেতাকর্মীদের নামে। গ্রেফতার হয়েছেন তাঁরা। জামিন পেয়েছেন মাস ঘোরার পর। এই ঘটনার পরই বারবার ভাঙড়ে পুলিশি অতিসক্রিয়তার অভিযোগ ওঠে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top