পরীক্ষায় কী করণীয় আর কী করণীয় নয়, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বার্তা সংসদের ,মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Examination)। শিক্ষাজীবনের অন্যতম বড় পরীক্ষা। এরপর স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রাখা রাখবে পড়ুয়ারা। আর সেক্ষেত্রে ভবিষ্যতে কী নিয়ে পড়বে, কোন কলেজে ভর্তি হবে, সেই সবের অনেকটাই নির্ভর করে এই উচ্চমাধ্যমিকের রেজাল্টের উপর। পড়ুয়াদদের শিক্ষা জীবনের এই বড় পরীক্ষার আগে তৎপর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও (WBCHSE)। পরীক্ষায় কী করণীয় আর কী করণীয় নয়, সেই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংসদ। এই জিনিসগুলি ভুললে চলবে না।
কী কী করা যাবে না
কোনও পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ফোন বা কোনও ইলেকট্রনিক গ্যাজেট (ক্যালকুটের ছাড়া) নিয়ে ঢুকতে পারবে না। যদি কোনও পরীক্ষার্থী মোবাইল বা অন্য কোনও গ্যাজেট নিয়ে ধরা পড়ে, তাহলে তার রেজিস্ট্রেশন বাতিল হতে পারে।
অন্য কোনও পরীক্ষার্থীর থেকে কোনও জিনিস নেওয়া যাবে না। পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে কেউ যেন দেরি না করে। নির্দিষ্ট সময়ের মধ্যে সকল পরীক্ষার্থীকে নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে।
কোনও পরীক্ষার্থীর অভিভাবক অভিভাবিকাদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে করে রাখতে ভুললে চলবে না। পরীক্ষার হলে ইনভিজিলেটর বা ভ্যেনু সুপারভাইজার ছাড়া অন্য কারও সঙ্গে কোনওরকম কথা বলা যাবে না।
দুপুর পৌনে ১টার আগে উত্তরপত্র জমা দেওয়া যাবে না। পরীক্ষার হলের ভিতরে কোনও পরীক্ষার্থী যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটায়, সেই বিষয়েও সতর্ক করে দেওয়া হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। যদি এমন কোনও ঘটনা ঘটে, তাহলে ওই পরীক্ষার্থীদের রেজাল্ট আটকে যেতে পারে এবং তার বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থাও নেওয়া হবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড বা প্রশ্নপত্রের উপর কেউ কিছু লিখতে পারবেন না।
কী কী করণীয় উচ্চমাধ্যমিকে
পরীক্ষার্থীদের প্রত্যেক পরীক্ষার দিনে নিজেদের অ্যাডমিট কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে পরীক্ষাকেন্দ্রে। সেখানে যিনি গার্ড দিচ্ছেন বা অন্য কোনও দায়িত্বে থাকা ব্যক্তি যখন অ্যাডমিট কার্ড দেখতে চাইবেন, তখন তাঁকে অ্যাডমিট কার্ড দেখাতে হবে। প্রত্যেক পরীক্ষার দিনে অ্যাটেন্ডান্স শিটে অবশ্যই সই করতে হবে পরীক্ষার্থীদের।
প্রথম পরীক্ষার দিনে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে। অন্যান্য পরীক্ষার দিনগুলিতে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পৌঁছাতে হবে।
পরীক্ষার্থীদের নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে গিয়েই পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা শুরুর অন্তত ১০ মিনিট আগে নিজের আসনে গিয়ে বসতে হবে। পেন, পেন্সিল, কালি, ইরেজ়ার, ইনস্ট্রুমেন্ট বক্স এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পরীক্ষার্থীদেরই নিয়ে যেতে হবে সঙ্গে করে। কেবলমাত্র সংশ্লিষ্ট পরীক্ষার সময়েই সায়েন্টেফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
আরও পড়ুন – মার্চ থেকে রোদের জ্বালায় সকলেই অস্থির। গরমে এই ৬ ফল খাওয়া শুরু…
পরীক্ষার সময় শেষ হওয়ার পর প্রত্যেক পরীক্ষার্থীকে নিজেদের উত্তরপত্র জমা দিতে হবে। যদি কোনও পরীক্ষার্থী দুপুর পৌনে ১টায় পরীক্ষার হল থেকে বেরোতে চায়, তাহলে উত্তরপত্র জমা দিয়ে তবেই সে বেরোতে পারবে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা পরে পরীক্ষার্থীরা উত্তরপত্র ডেস্কে বা টেবিলে রেখে টয়লেটে যেতে পারবে।