জলের বোতলই যখন জীবাণুর আধার! প্যাঁচে কমোডের চেয়েও বেশি জীবাণু থাকে, বলছে সমীক্ষা

জলের বোতলই যখন জীবাণুর আধার! প্যাঁচে কমোডের চেয়েও বেশি জীবাণু থাকে, বলছে সমীক্ষা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

জলের বোতলই যখন জীবাণুর আধার! প্যাঁচে কমোডের চেয়েও বেশি জীবাণু থাকে, বলছে সমীক্ষা,পানীয় জলের বোতল, যা সব চেয়ে নিরাপদ হওয়া প্রয়োজন, তা আসলে কতটা নিরাপদ, দেখালেন বিজ্ঞানীরা। জলের অন্য নাম জীবন। কিন্তু সেই ‘জীবন’ যে বোতলের মধ্যে ধরা থাকে, তা-ই যদি জীবননাশের কারণ হয়ে দাঁড়়ায়, তা হলে তো ভারি বিপদ। হালের গবেষণা বলছে, পুনর্ব্যবহারযোগ্য পানীয় জলের বোতলে কমোডের চেয়েও কয়েক গুণ বেশি জীবাণু থাকে।

 

 

 

তবে, গবেষণায় এ-ও বলা হয়েছে যে, শুধু পানীয় জলের বোতল নয়, রান্নাঘরের সিঙ্ক-সহ বিভিন্ন বাসনপত্রেও এই জীবাণু থাকে। যেমন থাকে অফিসে কাজের জন্য ব্যবহার করা কম্পিউটারের কিবোর্ড, মাউস বা পোষ্যের খাওয়ার বাটিতে। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের মলিকিউলার মাইক্রোবায়োলজিস্ট অ্যান্ড্রু এডওয়ার্ড বলেন, “বেশির ভাগ জীবাণুর আঁতুড়ঘর হল মানুষের মুখগহ্বর। তাই মুখের কাছাকাছি আসা বোতল যে এই ধরনের জীবাণু পরিবেষ্টিত হবে, এমনটাই স্বাভাবিক।”

 

 

 

আরও পড়ুন – হেলমেট এভাবে পরিষ্কার না করলে মাথার সব চুল উঠে যাবে,পরিষ্কার করলেই হল…

 

 

আমেরিকার একদল বিজ্ঞানী, খাবার জলের বোতলের গা, মুখের ঢাকা, ছিপির প্যাঁচ— ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করে, দু’ধরনের ব্যাক্টেরিয়ার সন্ধান পেয়েছেন। অস্ট্রেলিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটির ক্লিনিক্যাল মনোবিদ এবং সহকারী অধ্যাপক কিওয়ং ইয়াপ বলেন, “এই দু’ধরনের ব্যাক্টেরিয়া সাধারণত শরীরের প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে। তার মধ্যে বেশ কিছু ব্যাক্টেরিয়া পেটের রোগের কারণও বটে।” হালের গবেষণা বলছে, পুনর্ব্যবহারযোগ্য পানীয় জলের বোতলে কমোডের চেয়েও কয়েক গুণ বেশি জীবাণু থাকে। তবে, গবেষণায় এ-ও বলা হয়েছে যে, শুধু পানীয় জলের বোতল নয়, রান্নাঘরের সিঙ্ক-সহ বিভিন্ন বাসনপত্রেও এই জীবাণু থাকে।  জলের বোতলই যখন জীবাণুর আধার! প্যাঁচে কমোডের চেয়েও বেশি জীবাণু থাকেl

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top