নিজস্ব সংবাদদাতা,মালদা, ২৪শে নভেম্বর :পারিশ্রমিকের টাকা নিয়ে শ্রমিক ঠিকাদার বিবাদের জেরে এক ঠিকাদারকে মারধোর করার অভিযোগ উঠল শ্রমিকের বিরুদ্ধে। আহত টিকাদার বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার পঞ্চনন্দপুর অঞ্চলের দামোদর গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে আহত ঠিকাদারের নাম হরিপদো মন্ডল (৩৮) তার পরিবারের সদস্যরা জানাই বেশ কিছুদিন আগে স্থানীয় নগেন মন্ডল শ্রমিকের কাজ করতে হরিপদ মন্ডল এর কাছে যোগ দেয়। অভিযোগ এর পরে নগর মন্ডলের সাথে পারিশ্রমিকের 1000 টাকা নিয়ে বৎসর শুরু হয় হরিপদো মন্ডল এর সঙ্গে। এরপরে এই বচসা চরম আকার নিলে নগর মন্ডল হরিপদো মন্ডল এর ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। এতে হরিপদো মন্ডল এর পায়ে ও বাম হাতে গুরুতর আঘাত লাগে। এরপরই গ্রামবাসীরা ঘটনার গোলমাল শুনে ছুটে আসলে অভিযুক্ত নগেন মন্ডল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।আহত হরিপদো কে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ওপরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর আহত পরিবারের পক্ষ থেকে নগর মণ্ডলসহ দুই শ্রমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনা তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।
এক ঠিকাদারকে মারধোর করার অভিযোগ উঠল শ্রমিকের বিরুদ্ধে
এক ঠিকাদারকে মারধোর করার অভিযোগ উঠল শ্রমিকের বিরুদ্ধে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram