পথচলা শুরু হবে ‘পথশ্রী’ প্রকল্পের , মার্চের শেষেই সিঙ্গুরে মমতা,

পথচলা শুরু হবে ‘পথশ্রী’ প্রকল্পের , মার্চের শেষেই সিঙ্গুরে মমতা,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পথচলা শুরু হবে ‘পথশ্রী’ প্রকল্পের , মার্চের শেষেই সিঙ্গুরে মমতা, সিঙ্গুরের (Singur) জমি আন্দোলনই তাঁকে পাকা জায়গা করে দিয়েছিল বঙ্গ রাজনীতির ময়দানে। দাড়ি পড়েছিল বাম শাসনে। বসেছে মুখ্যমন্ত্রীর মসনদে। এবার পঞ্চায়েত ভোটের আগে সেই সিঙ্গুরেই ফের আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  (CM Mamata Banerjee)। গোটা রাজ্যজুড়ে পথশ্রী প্রকল্পের সূচনা হতে চলেছে তাঁর হাত ধরে। আগামী ২৮ মার্চ সিঙ্গুরে আসছেন তিনি। সেখান থেকেই এই প্রকল্পের খাতায়কলমে সূচনা হবে বলে জানতে পারা যাচ্ছে। সরকারিভাবে তিনিই এই প্রকল্পের সূচনা করবেন বলে জানাচ্ছেন জেলার তৃণমূল নেতৃত্ব। সভা করবেন সিঙ্গুরের রতনপুরে। এদিকে মমতা (CM Mamata Banerjee) আগমনের খবরে ইতিমধ্যেই সাজসাজ রব সিঙ্গুরে। মাঠে নেমে পড়েছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna)।

 

 

 

 

কোথাও বেহাল রাস্তা সাড়াইয়ের দাবি, কোথাও আবার পাকা রাস্তা তৈরির দাবি, সাম্প্রতিককালে রাজ্যের নানা প্রান্ত থেকে প্রায়শই সামনে এসেছে এই অভিযোগ। যদিও রাজ্যের দাবি, বিভিন্ন গ্রামোন্নয়ন প্রকল্পের টাকা কেন্দ্র আটকে রেখেছে। সে কারণেই এবার নিজেদের তহবিল থেকে রাস্তা সারাইয়ে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। গ্রামীণ এলাকায় রাস্তার সমস্যা সমাধানের পথ দেখাবে রাজ্য সরকারের এই পথশ্রী প্রকল্প।এই প্রকল্পে তৈরি করা হবে প্রায় ১২ হাজার কিলোমিটার রাস্তা। এদিকে পঞ্চায়েত ভোটের আগেই গ্রামীণ রাস্তাগুলির হাল ফিরলে তার ছাপ শাসকদলের ভোটবাক্সে পড়ে কিনা এখন সেটাই দেখার। যদিও এই উদ্যোগে তৃণমূল কর্মীদের তৃণমূল স্তরে জনসংযোগের সুযোগ আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

 

 

 

 

আরও পড়ুন – বৈঠকে ‘গভীর আলোচনা’ হয়নি, জানালেন ওড়িশার নবীন, ‘সৌজন্য সাক্ষাৎ’ বললেন বাংলার মমতা

 

 

এদিকে মমতা (CM Mamata Banerjee) আগমনের খবরে ইতিমধ্যেই সাজসাজ রব সিঙ্গুরে। মাঠে নেমে পড়েছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna)। । যে জায়গায় মমতার বক্তব্য রাখার কথা রয়েছে সেখানে চলছে পরিদর্শনের কাজ। এদিন সকালে রতনপুরে এলেন বেচারাম মান্না, জেলাশাসক পি দীপাপ প্রিয়া, হুগলি জেলা গ্ৰামীন পুলিশ সুপার আমন দীপ সহ জেলার একাধিক উচ্চ পদস্থ কর্মকর্তারা। ঘুরে দেখলেন গোটা এলাকা। আঁটোসাঁটো করা হচ্ছে এলাকার নিরাপত্তা ব্যবস্থা। এবার পঞ্চায়েত ভোটের আগে সেই সিঙ্গুরেই ফের আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  (CM Mamata Banerjee)।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook  পেজ এবং  Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top