শুক্রসন্ধ্যাতেই বিরলদর্শন! চাঁদের নীচে উজ্জ্বল শুক্র ,নতুন মহাজাগতিক দৃশ্য দেখল বাংলা

শুক্রসন্ধ্যাতেই বিরলদর্শন! চাঁদের নীচে উজ্জ্বল শুক্র ,নতুন মহাজাগতিক দৃশ্য দেখল বাংলা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শুক্রসন্ধ্যাতেই বিরলদর্শন! চাঁদের নীচে উজ্জ্বল শুক্র ,নতুন মহাজাগতিক দৃশ্য দেখল বাংলা। বসন্তের আকাশে আবার বিরল মহাজাগতিক দৃশ্য। চাঁদ দেখে থমকে গিয়েছেন পথ চলতি মানুষ। আকাশের দিকে তাকিয়ে ছবি তোলেন অনেকেই। কোথা থেকে আসছে, আলো, বাড়ছে কৌতূহল। শুক্রবারের সন্ধ্যায় নতুন অবস্থানে আবির্ভাব হল শুক্র গ্রহের। সৌরমণ্ডলের উজ্জ্বলতম গ্রহটি চলে এল চাঁদের একেবারে কাছে। তার পর হারিয়ে গেল কয়েক মিনিটের জন্য! কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও শুক্রবার বিরল ‘মহাজাগতিক মিলন’ দেখার উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স’-এর তরফে টেলিস্কোপ এবং ক্যামেরা ব্যবহার করে হ্যানলে থেকে এই মহাজাগতিক ঘটনা ‘লাইভ স্ট্রিম’ করা হয়েছিল। উৎসাহীদের প্রশ্নের উত্তর দিতে হাজির ছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা।

 

 

 

 

আরও পড়ুন –  কাজল শেখকে ‘শো কজ়’ করার হুঁশিয়ারি মমতার, পাশাপাশি কম কথা বলার নির্দেশ!

 

 

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে চাঁদের সঙ্গে এক সারিতে দেখা গিয়েছিল শুক্র এবং সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতিকে। এ বার চাঁদের তলায় চলে এল শুক্র। মনে করিয়ে দিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সেই ‘হিরের আংটি’র কথা। শুক্রের সন্ধ্যায় বেশ কিছুক্ষণের জন্য চাঁদের আড়ালেও চলে গিয়েছিল শুক্র।

 

 

 

 

শুক্রবার সন্ধ্য়ায় এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হল রাজ্যের মানুষ। সূর্য ডুবতেই দেখা গেল সেই দৃশ্য। পশ্চিম আকাশে উঠেছে রমজান মাসের সরু এক ফালি চাঁদ। আর তার গায়ে এক আলোর বিন্দু। এমন দৃশ্য কবে দেখা গিয়েছে, তা মনে করতে পারছেন না অনেকেই। সন্ধ্য়া প্রায় ৬ টা পর্যন্ত সেই আলোর বিন্দু একেবারে চাঁদের কাছেই অবস্থান করছিল। পরে দেখা যায়, আস্তে আস্তে সেই বিন্দু চাঁদ থেকে দূরে সরে যাচ্ছে। তা দেখে এদিন থমকে যান পথ চলতি মানুষ। কলকাতা সহ রাজ্যের প্রায় সব জায়গা থেকেই সেই দৃশ্য দেখা গিয়েছে।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top