অভিষেকের সভার বিরোধিতা করে হাই কোর্টে গেলেন ডিএ আন্দোলনকারীরা। শহিদ মিনারে অভিষেকের সভা ঘিরে জট? কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন মহার্ঘ ভাতার (ডিএ) দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের একাংশ। বুধবার অর্থাৎ আগামীকাল ধর্মতলায় শহিদ মিনারে তৃণমূলের ছাত্র যুব সমাবেশ রয়েছে। ওই সভার মূল বক্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শহিদ মিনারেই ডিএ-র দাবিতে আন্দোলনে শামিল হয়েছেন সরকারি কর্মীদের একাংশ। ওই সভার বিরোধিতা করে মঙ্গলবার হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন ডিএ আন্দোলনকারীরা। অভিষেককে (Abhishek Banerjee) শহিদ মিনারে সভার অনুমতি কী করে? ডিএ আন্দোলনকারীদের আইনজীবী প্রশ্ন তোলেন, একটি কর্মসূচি চলাকালীন পুলিশ কী ভাবে অন্য কর্মসূচির অনুমতি দিল? মামলা গ্রহণ করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা (Rajasekhar Mantha)।
কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে শহিদ মিনারে আন্দোলনে শামিল হয়েছেন সরকারি কর্মীদের একাংশ। গত শনিবার ৪৪ দিনের মাথায় অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন ডিএ (DA) আন্দোলনকারীরা। তবে আন্দোলন জারি রেখেছেন তাঁরা। বুধবার অর্থাৎ আগামীকাল শহিদ মিনার চত্বরে যুব তৃণমূলের সমাবেশ রয়েছে। সে-দিন তাঁরা সেখানেই সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গণ-অবস্থান করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে সেখানে অভিষেকের (Abhishek Banerjee) সভার বিরোধিতা জানালেন তাঁরা।
আরোও পড়ুন – বামেদের মিছিলের দু দিন আগেই বদলে গেল রুট
আন্দোলনকারীদের বক্তব্য, একটি কর্মসূচি চলাকালীন পুলিশ কী ভাবে অন্য কর্মসূচির অনুমতি দিল? মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা (Rajasekhar Mantha)। দুপুর ২টো নাগাদ শুনানির সম্ভাবনা।
মামলাকারীদের আবেদন, ২৯ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শহিদ মিনারের বদলে অন্যত্র করার নির্দেশ দিক হাইকোর্ট। এই নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের আবেদন জানানো হয়েছে। মামলাকারীদের পক্ষের আইনজীবীর বক্তব্য, যেখানে মহার্ঘভাতার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের মঞ্চ রয়েছে, সেখানে এই সভা হলে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই অন্যত্র সভা করার নির্দেশ দিক আদালত। আবেদনের ভিত্তিতে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। সব পক্ষকে নোটিস সার্ভ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজই দুপুর দুটোয় মামলায় শুনানি রয়েছে।
(সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Fcaebook পেজ এবং Youtube )