শতরূপ ঘোষ গাড়ি কেনার কথা স্বীকার করলেন !আলিমুদ্দিনে বসেই জানালেন ‘টাকার উৎস’

শতরূপ ঘোষ গাড়ি কেনার কথা স্বীকার করলেন !আলিমুদ্দিনে বসেই জানালেন ‘টাকার উৎস’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শতরূপ ঘোষ গাড়ি কেনার কথা স্বীকার করলেন !আলিমুদ্দিনে বসেই জানালেন ‘টাকার উৎস’ , ২২ লাখের গাড়ি যে কিনেছেন, অস্বীকার করলেন না সিপিএম নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh )। আলিমুদ্দিন স্ট্রিট থেকে সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের প্রশ্নের জবাব দিলেন তিনি। প্রকাশ্যে আনলেন এই টাকার উৎসও। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ মঙ্গলবার সকালে টুইট করে জানান, শতরূপ সম্প্রতি ২২ লাখ টাকা দামের একটি গাড়ি কিনেছেন। সিপিএমের সর্ব ক্ষণের কর্মী হয়েও কী ভাবে এত দামি গাড়ি তিনি কিনলেন, সেই প্রশ্ন তুলেছেন কুণাল। নির্বাচন কমিশনে দেওয়া শতরূপের সম্পত্তির হিসাবও প্রকাশ্যে এনে দেখিয়েছেন তিনি।

 

 

 

 

 

কুণাল তাঁর টুইটে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে শতরূপকে কটাক্ষ করেছিলেন। তিনি নথি প্রকাশ করে দেখিয়েছিলেন, হলফনামা অনুযায়ী, ওই নির্বাচনে কসবার সিপিএম প্রার্থী শতরূপের সম্পত্তির পরিমাণ ছিল ২ লক্ষ টাকার কিছু বেশি। সেই সম্পত্তি নিয়ে কী ভাবে সিপিএমের এক জন ‘হোলটাইমার’ গাড়ি কিনতে এত খরচ করলেন, প্রশ্ন তুলেছিলেন কুণাল। সাংবাদিক সম্মেলনে সে সব প্রশ্নের জবাব দিলেন শতরূপ।

 

 

 

কুণালের প্রশ্নের জবাবে দুপুরে আলিমুদ্দিন থেকে সাংবাদিক বৈঠক করেন শতরূপ। তিনি জানান, গাড়ি কেনা হয়েছে তাঁর নামে। কিন্তু ওই গাড়ির দাম দিয়েছেন তাঁর বাবা শিবনাথ ঘোষ। সিংহভাগ খরচই করা হয়েছে চেকের মাধ্যমে। কিছু টাকা নগদেও দেওয়া হয়েছে। সাংবাদিকদের সামনে খরচের রসিদ দেখিয়ে পুঙ্খানুপুঙ্খ হিসাব প্রকাশ করেছেন সিপিএম নেতা। কবে, কোন ব্যাঙ্ক থেকে কত টাকা খরচ করা হয়েছে, তা-ও জানিয়েছেন। হিসাব দিয়েছেন বাবার ফিক্সড ডিপোজ়িটে সঞ্চিত অর্থেরও।

 

 

 

 

শতরূপের বক্তব্য, এর পরেও গাড়ির খরচের বিষয়ে কোনও অনিয়ম চোখে পড়লে শাসকদল আইনি পদক্ষেপ করতেই পারে। তিনি কার টাকায় গাড়ি কিনবেন, তা তৃণমূল ঠিক করে দিতে পারে না।

 

 

 

 

 

আরও পড়ুন – এবার কুনালের নিশানায় বাম নেতা শতরূপ , ২২ লাখের গাড়ি কেনা নিয়ে…

 

 

যদিও শতরূপের বিরুদ্ধে কুণালের মূল অভিযোগ নীতিগত প্রশ্নে। শতরূপ মার্কসবাদ, লেনিনবাদে বিশ্বাসী সর্বহারাদের দলের নেতা। তিনি কোন নীতিতে ২২ লাখ টাকা দামের গাড়ি চড়েন? প্রশ্ন তুলেছেন কুণাল। তার উত্তর শতরূপ সাংবাদিক বৈঠকে দেননি। এর আগে কুণাল সিপিএমের আর এক নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তীর চাকরির প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top