বগটুই কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা আনারুলের জামিন খারিজ হাই কোর্টে,বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত আনারুল হোসেনের (Anarul Hossains) জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট (calcutta HighCourt)। এই আনারুল বীরভূমের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি। আবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলেরও (Anubrata Mondal) ঘনিষ্ঠ। বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ আনারুলের জামিন খারিজ করে দেয়। বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রতের আনুকূল্যেই আনারুলের প্রতিপত্তি বেড়েছিল বলে অভিযোগ। সেই আনারুলের (Anarul Hossains) নাম প্রকাশ্যে আসে ২০২২ সালের ২১ মার্চ বীরভূমের বগটুই হত্যাকাণ্ডের পর।
বীরভূমের বরশাল গ্রামের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ হত্যার পরে বগটুই হত্যাকাণ্ডের ঘটনায় আনারুলের (Anarul Hossains) নাম জড়ায়। পরে বীরভূমে পরিদর্শনে গিয়ে আনারুলকে গ্রেফতার করতে নির্দেশ দেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেই নির্দেশের কয়েক ঘণ্টা পরেই গ্রেফতার করা হয়েছিল আনারুলকে (Anarul Hossains)। আপাতত তিনি জেলে। বুধবার তাঁর জামিন মামলাটি শুনানির জন্য ওঠে কলকাতা হাই কোর্টে (Calcutta HighCourt)। বিচারপতি বাগচী সেই আবেদন খারিজ করে দেন।
আরও পড়ুন – বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপারকে বদলির নির্দেশ নবান্নের ,
একদা রাজমিস্ত্রী থেকে রাজনীতিবিদ হওয়ার পর আনারুলের ভাঙাচোড়া বাড়ি প্রাসাদোপম হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রতের আনুকূল্যেই আনারুলের প্রতিপত্তিও বৃদ্ধি পেয়েছিল বলে অভিযোগ। সেই আনারুলের নাম প্রকাশ্যে আসে ২০২২ সালের ২১ মার্চ বীরভূমের বগটুই হত্যাকাণ্ডের পর।
(সব খবর , ঠিক হবার , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )