আজ শহরে মেগা ইভেন্ট ! মমতার পাল্টা ধর্নায় বসছেন শুভেন্দুরাও

আজ শহরে মেগা ইভেন্ট ! মমতার পাল্টা ধর্নায় বসছেন শুভেন্দুরাও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আজ শহরে মেগা ইভেন্ট ! মমতার পাল্টা ধর্নায় বসছেন শুভেন্দুরাও,মমতার পাল্টা সভা বিরোধীদের। কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে রেড রোডে মমতার ধর্নায় দিনই রাজ্যের বিরুদ্ধে পাল্টা কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুঠের অভিযোগে অবস্থানে বসছে বঙ্গ বিজেপি। ৪০ ফুটের মঞ্চ। শ্যামবাজার মেট্রো স্টেশনের গেটে ধর্নায় বসছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধর্না চলবে।

 

 

 

 

 

 

ধর্না শুরুর আগের দিন সিঙ্গুর থেকে একাধিক ইস্যুতে সুর চড়ান মুখ্যমন্ত্রী। গ্যাসের দামবৃদ্ধি থেকে একাধিক প্রকল্পের টাকা আটকে রাখা, এমনকি সিবিআই-ইডির অতি সক্রিয়তা নিয়েও এদিন নিশানা করেন তৃণমূল নেত্রী। পাল্টা সুর চড়ায় বিজেপিও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘ কিছু বললেই ইডি-সিবিআইকে পাঠিয়ে দাও। মহিলাদের পর্যন্ত টেনে টেনে নিয়ে যাও। সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞতা জানায় যে বলেছে বাড়ির মহিলাদের এখানে ওখানে ডাকা যাবে না। ‘

 

 

 

 

অপরদিকে, ফের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি (PM-Kisan Samman Nidhi) নিয়ে মমতা পক্ষপাতমূলক আচরণ করেন বলে অভিযোগ শুভেন্দুর। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কেন্দ্রের কাছে তালিকা পাঠান না। তাতেই বঞ্চিত হচ্ছেন এ রাজ্যের কৃষকরা। শুধু তাই নয়, ধান কেনার টাকায় ব্যাপক দুর্নীতিও হয়েছে বলে দাবি শুভেন্দুর।

 

 

 

 

আরও পড়ুন –   কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে ধর্না মঞ্চের উদ্দেশে রওনা দিতেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে…

 

 

 

প্রসঙ্গত, বুধবার কলকাতার প্রাণকেন্দ্রজুড়ে একের পর এক হাইভোল্টেজ কর্মসূচি। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। বকেয়া ডিএ-র দাবিতে শহিদ মিনার চত্বরে সরকারি কর্মীদের আন্দোলন পা দেবে ৬২ দিনে। আর সেখান থেকে মাত্র ১০০ মিটার দূরে তৃণমূলের ছাত্র-যুবদের সমাবেশ। যেখানে প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে এখন থেকেই ফুটছে বঙ্গ রাজনীতি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top