আদালতে হাজিরই হলেন না অনুব্রতের আইনজীবীরা, ফের জেল হেফাজতের নির্দেশ

আদালতে হাজিরই হলেন না অনুব্রতের আইনজীবীরা, ফের জেল হেফাজতের নির্দেশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আদালতে হাজিরই হলেন না অনুব্রতের আইনজীবীরা, ফের জেল হেফাজতের নির্দেশ, অনুব্রতের (Anubrata Mondal) জামিনের আর্জির শুনানি চার মাস পিছিয়ে যাওয়ায় এত দিন তাঁকে তিহাড় জেলেই (Tihar Jail) কাটাতে হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সংক্রান্ত মামলার শুনানি ৩ এপ্রিল। এক মাস, দু’মাস নয়। দিল্লি হাই কোর্টে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জামিনের আর্জির শুনানি পুরো চার মাস পিছিয়ে গিয়েছে। তা নিয়ে জল্পনার মধ্যে শুক্রবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে অনুব্রতের মামলাটি ওঠে। বিচারক রাজেশ চক্রবর্তী তৃণমূল নেতাকে ২৭ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিলেন। ওই দিনই পরবর্তী শুনানি হবে।

 

 

 

 

 

 

 

অন্য দিকে, তিহাড় জেলে (Tihar Jail)নেটওয়ার্কের সমস্যার জন্য গরু পাচার মামলা ধৃত অনুব্রতের এককালের দেহরক্ষী সহগল হোসেনকে আসানসোলের আদালতে ভার্চুয়ালি হাজির করানো যায়নি। তবে তাঁর আইনজীবী শেখর কুণ্ডু শুনানি প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন। বাজেয়াপ্ত হওয়া সোনা ফেরতের দাবি জানান তিনি। তার প্রেক্ষিতে বিচারক বলেন, ‘‘তদন্ত চলছে। পুরো লিস্ট আসেনি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সোনা ফেরত হবে না।’’

 

 

 

 

আরও পড়ুন –  মুখ্যমন্ত্রীর দিঘার সফরসূচি পরিবর্তন, কোন কোন জায়গায় কর্মসূচি ?

 

 

অনুব্রতের (Anubrata Mondal)জামিনের আর্জির শুনানি চার মাস পিছিয়ে যাওয়ায় এত দিন তাঁকে তিহাড় জেলেই (Tihar Jail) কাটাতে হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অবশ্য ইতিমধ্যেই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তাঁকে তিহাড় থেকে আসানসোল জেলে ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন। ৩ এপ্রিল তার শুনানি রয়েছে। আপাতত সেই দিকেই তাকিয়ে রয়েছেন অনুব্রতের আইনজীবীরা। সূত্রের খবর, শুক্রবার সেই কারণেই আসানসোলের আদালতে তাঁরা উপস্থিত ছিলেন না। এক মাস, দু’মাস নয়। দিল্লি হাই কোর্টে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জামিনের আর্জির শুনানি পুরো চার মাস পিছিয়ে গিয়েছে। তা নিয়ে জল্পনার মধ্যে শুক্রবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে অনুব্রতের (Anubrata Mondal) মামলাটি ওঠে। বিচারক রাজেশ চক্রবর্তী তৃণমূল (TMC) নেতাকে ২৭ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিলেন। ওই দিনই পরবর্তী শুনানি হবে। আদালতে হাজিরই হলেন না অনুব্রতের আইনজীবীরা, ২৭ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন  facebook পেজ এবং youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top