Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
গুলি করে তাড়াল বিএসএফ !

জম্মুর আকাশে সন্দেহভাজন পাক ড্রোন, গুলি করে তাড়াল বিএসএফ !

জম্মুর আকাশে সন্দেহভাজন পাক ড্রোন, গুলি করে তাড়াল বিএসএফ !

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

জম্মুর আকাশে সন্দেহভাজন পাক ড্রোন, গুলি করে তাড়াল বিএসএফ ! ফের একবার উপত্যকার আকাশে সন্দেহভাজন পাক ড্রোন (Drone) ! সীমান্তে ড্রোন দেখে গুলি চালাল বিএসএফ। সঙ্গে সঙ্গে পিছু হটল ড্রোন। ঘটনার পর ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে, আকাশপথ এসে কোনও আগ্নেয়াস্ত্র বা মাদকদ্রব্য ফেলে রেখে গেছে কি না ড্রোনটি। একথা জানান বিএসএফের (BSF) এক মুখপাত্র।

 

 

 

 

 

তিনি বলেন, শনিবার রাত ১২টা ১৫ মিনিট নাগাদ রামগড়ের আকাশে অল্প একটু আলো দেখা যায়। সেই আলো লক্ষ্য করে সতর্ক করতে গুলি চালানো হয়। যার জেরে পিছু হটে ড্রোনটি। এরপর সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

 

 

 

 

 

গত মাসেই গোড়ার দিকে পাকিস্তানের দিক থেকে ভারতে উড়ে আসে ড্রোন। যা ফাঁকা নয়, বয়ে নিয়ে আসছিল এ কে সিরিজের রাইফেল এবং তিন ডজনের বেশি বুলেট। যদিও ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনীর চোখ এড়াতে পারেনি। গুলি করে ড্রোনটিকে নামায় বিএসএফ। পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত এলাকার ঘটনা। বিএসএফের এক মুখপাত্র এমনই জানান। রাত ১টা নাগাদ সীমান্তবর্তী গুরদাসপুর জেলার মেটলা গ্রামের কাছে হেক্সাকপ্টারটির হদিশ মেলে।

 

 

 

গত বছর ডিসেম্বর মাসেও ভারতের আকাশে পাক (Pakistan) ড্রোনের দেখা মিলেছিল। পাঞ্জাবের (Punjab) অমৃতসর সেক্টরে বর্ডার আউট পোস্টের ওপর উড়তে দেখা যায় ড্রোনটিকে। বিএসএফ (BSF) জওয়ানরা গুলি ছুড়ে ড্রোনটিকে নামায়। বাজেয়াপ্ত করা হয় ড্রোনটি।

 

 

 

 

তার ক’দিন আগেই পাঞ্জাব সীমান্তেই ড্রোন হানা হয়েছিল। গুরুদাসপুর জেলার চান্দু ওয়াডালা বিএসএফ (BSF) চৌকির আড়াইশো মিটারও ওপরে উড়তে দেখা যায় ড্রোনটিকে। সেদিনই ড্রোনের দিকে গুলি ছুড়েছিল বিএসএফ। কিন্তু তার মধ্য়েই পাকিস্তানের দিকে উড়়ে যায় ড্রোনটি।

 

 

 

 

আরও পড়ুন – কোটি টাকা প্রতারণার অভিযোগ, ইডির হাতে গ্রেফতার মুম্বইয়ের ব্যবসায়ী

 

 

 

আধিকারিকদের সূত্রের খবর, বিএসএফ আর্নিয়া সেক্টরে দুই ডজনের বেশি গুলি চালিয়েছে। যাতে সন্দেহভাজন ড্রোনটি মাটিতে নামিয়ে আনা যায়। কিন্তু, কোনওক্রমে পাকিস্তানের দিকে উড়ে চলে যায় সেটি। বিশাল এলাকা ঘিরে ফেলা হয় বিএসএফের তরফে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top