কলকাতার মেয়ো রোডে উল্টে গেল মিনি বাস, জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার করলো পুলিশ ,হাওড়া থেকে মেটিয়াবুরুজ রুটের বাসটি কলকাতার মেয়ো রোডের উপর উল্টে যায়। বাস দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে পুলিশ। যাত্রীরা আহত হয়েছেন কি না এখনও জানা যায়নি। সূত্রের খবর, বাসের ভিতরে কয়েক জন যাত্রী পড়েন। তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। হাওড়া থেকে মেটিয়াবুরুজ রুটের বাসটি কলকাতার মেয়ো রোডের উপর উল্টে যায়। বাস দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে পুলিশ। বাসের একাধিক যাত্রী গুরুতর ভাবে আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার জন্য যাত্রীরা বাসের অতিরিক্ত গতিকেই দায়ী করছেন। সেই সঙ্গে বাসের চালক কেন বাইকটির সঙ্গে প্রতিযোগিতা করে চলছিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। বাসযাত্রীদের পাশাপাশি আহত হয়েছেন ওই বাইক আরোহীও। ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর বাইকটিও।
দুর্ঘটনার জেরে কিছু ক্ষণের জন্য মেয়ো রোডের একটি অংশে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়। উল্টে যাওয়া বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্রেন আনা হয়। কলকাতা পুলিশ আপাতত যাত্রীদের সুস্থ করিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। বাসের চালক ও কন্ডাক্টরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আরও পড়ুন – জম্মুর আকাশে সন্দেহভাজন পাক ড্রোন, গুলি করে তাড়াল বিএসএফ !
জানা গিয়েছে, শনিবার বিকেলে মেটিয়াবুরুজ থেকে ধর্মতলার মেয়ো রোড হয়ে বাসটি হাওড়া যাচ্ছিল। মেয়ো রোডের কাছে একটি বাইককে ওভারটেক করতে গিয়ে বাসটি উল্টে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বাসটি এমন ভাবে উল্টে যায় যে, যাত্রীদের বার করা সম্ভব হচ্ছিল না। পরে পুলিশ এসে সামনে এবং পিছনের কাচ ভেঙে যাত্রীদের বার করে। কয়েক জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
(সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )