রাতে তীব্র যাত্রী দুর্ভোগ ,রিষড়ায় ট্রেনের সামনে ব্যাপক বোমাবাজি! দুষ্কৃতীদের তাণ্ডবে হুগলির রিষড়া স্টেশনে সাময়িক ভাবে বন্ধ হল ট্রেন চলাচল। সোমবার রাতে মুহুর্মুহু বোমাবাজিতে আতঙ্কিত হাওড়া থেকে রাত সাড়ে ৯টায় ছাড়া ব্যান্ডেল লোকাল ট্রেনের যাত্রীরা। গন্ডগোলের জেরে হাওড়া থেকে আপ এবং ডাউন, দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ব্যান্ডেল লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে রিষড়া রেল স্টেশনে। রিষড়ায় গণ্ডগোলের কারণে বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল বন্ধ। হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছেন যাত্রীদের একাংশ।
ব্যান্ডেল লোকাল ট্রেনের যাত্রীরা জানাচ্ছেন, রিষড়া স্টেশনে এসে থমকে যায় ব্যান্ডেল লোকাল। প্রচণ্ড শব্দ শুনতে পান তাঁরা। ভয়ে সবাই ট্রেনের দরজা-জানলা বন্ধ করে দেন। এর পর আপ-ডাউন দুই লাইনেই ট্রেন আপাতত বন্ধ থাকছে বলে ঘোষণা হয় স্টেশনে। রাতে এই পরিস্থিতিতে আতঙ্কিত যাত্রীরা। প্রশাসনের তরফে পদক্ষেপ করা হচ্ছে বলে খবর।
কয়েক জন যাত্রী জানাচ্ছেন, ট্রেনের দরজা-জানলা সব বন্ধ করে দেওয়া হয়েছে। পাহারায় রয়েছে পুলিশ। পাশাপাশি রাত সাড়ে ১০টা নাগাদ রেলের তরফে ঘোষণা করা হয় আপাতত ট্রেন চলাচল বন্ধ থাকছে। রাতে হাওড়া থেকে বর্ধমান লাইনে পর পর ৪টি ট্রেন আছে। সেগুলিও চলবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে তা স্পষ্ট নয়। এর মধ্যে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে।
আরও পড়ুন – ‘মমতাকে একটাও ভোট নয়,সাফ করতে হবে তৃণমূলকে’, তোপ শুভেন্দুর
এই গন্ডগোল এবং ট্রেন পরিষেবায় বিঘ্ন নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “বিক্ষোভকারীরা রিষড়ায় ৪ নম্বর রেল গেট বন্ধ করতে দিচ্ছেন না। রেল বহির্ভূত কোনও কারণে বিক্ষোভ দেখাচ্ছেন ওই ব্যক্তিরা।’’ তিনি জানান, পুলিশ-প্রশাসনকে এ ব্যাপারে জানানো হয়েছে। তিনি আরও বলেন, ‘‘বিক্ষোভকারীরা রেল গেট বন্ধ করতে না দিলে ট্রেন চলবে কী ভাবে? তাই আপাতত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।”