ফের রাজনীতির চর্চায় খেজুরি, মমতার পাল্টা সভা করতে পারেন শুভেন্দু

ফের রাজনীতির চর্চায় খেজুরি, মমতার পাল্টা সভা করতে পারেন শুভেন্দু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফের রাজনীতির চর্চায় খেজুরি, মমতার পাল্টা সভা করতে পারেন শুভেন্দু ,সব ঠিক থাকলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) পাল্টা সভা করতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর তা হতে পারে আগামী ১০ এপ্রিল, সোমবারই। সেই সভা হতে পারে খেজুরিতেই, যেখানে আজ সোমবার (3 April) সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেজুরি-১ ব্লকের ঠাকুরনগরে এদিনের অনুষ্ঠানে রাজ্যের বিরোধী ও কেন্দ্রের শাসককে একযোগে নিশানা করেন। একইসঙ্গে নন্দীগ্রামের সেইসব দিনের কথা তুলে ধরে তুলোধনা করেন ‘গদ্দার’দেরও। স্পষ্ট বলেন, “১৪ মার্চ যখন গুলিতে মারা গিয়েছিল, সেই সময় খেজুরি দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হত না। সেই সময় গদ্দাররা মাঠে ছিল না। লুকিয়ে বসেছিল। আমি সেই সময় ২৬ দিন অনশন করেছিলাম। ১৪ মার্চের গুলিকাণ্ডের পর আমি ছুটে এসেছিলাম।”

 

 

 

 

 

পঞ্চায়েত ভোটের আগে আবারও চর্চার ভরকেন্দ্র হয়ে উঠছে পূর্ব মেদিনীপুর। বিজেপি সূত্রে খবর, আগামী সোমবার খেজুরির ঠাকুরনগরে মমতার পাল্টা সভা করে মুখ্যমন্ত্রীর সমস্ত বক্তব্যের পাল্টা জবাব দেবেন বিরোধী দলনেতা। একুশের ভোটের আগেও এ ছবি দেখা গিয়েছে। জবাবি সভায় ঝাঁঝ বাড়িয়েছেন শুভেন্দু। সূত্রের খবর, অনুমতি-সহ সবরকম ছাড়পত্র পেলে আগামী ১০ এপ্রিল সে সভা হতে পারে। যদিও বিজেপির তরফে এ নিয়ে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

 

 

 

 

 

নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “নির্বাচনের পরে নাকি বাবুর গায়ে আঁচড় লেগেছে। একটুও লাগেনি। নন্দীগ্রামে ভোটে লড়তে এসে ওরা আমার পা ভেঙে দিয়েছিল। আমার পায়ে এখনও দাগ রয়েছে। ভাল হয়নি। পুরো ফুলে গিয়েছিল। তারপরও আমি চ্যালেঞ্জ করে হুইলচেয়ার নিয়ে মিছিল করেছিলাম। যাঁরা আমাদের থেকে খেয়ে গিয়ে এখন আমাদের বদনাম করছেন, আমি তাঁদের জন্য শুধু বলি ঈশ্বর-আল্লা তেরো নাম, সবকো সুমতি দে ভগবান।”

 

 

আরও পড়ুন –  ‘মমতাকে একটাও ভোট নয়,সাফ করতে হবে তৃণমূলকে’, তোপ শুভেন্দুর

 

 

 

এদিকে এদিনই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় সভা ছিল শুভেন্দু অধিকারীর। সেই সভামঞ্চে হঠাৎই নন্দীগ্রামের বিধায়ক তাঁর সাদা পায়জামা পাঞ্জাবির উপর পরে নেন একটি গোল গলার গেঞ্জি। সেখানে লাল কালিতে লেখা, ‘নো ভোট টু মমতা’। শুভেন্দু বলেন, “এবার থেকে আমি প্রত্যেক রাজনৈতিক সভায় এই জার্সি গায়ে রাখব। মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না প্রাক্তন মুখ্যমন্ত্রী হচ্ছেন, ততক্ষণ এই স্লোগান দিয়ে যাব।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top