প্রাথমিকেও ‘চাকরি পাকা’ ছিল অয়নকে টাকা দিলে! নয়া ‘আবিষ্কার’ ইডি তদন্তে

প্রাথমিকেও ‘চাকরি পাকা’ ছিল অয়নকে টাকা দিলে! নয়া ‘আবিষ্কার’ ইডি তদন্তে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

প্রাথমিকেও ‘চাকরি পাকা’ ছিল অয়নকে টাকা দিলে! নয়া ‘আবিষ্কার’ ইডি তদন্তে ,ইডি সূত্রে দাবি, প্রাথমিক স্কুলে নিয়োগের ক্ষেত্রেও অবাধ বিচরণ ছিল অয়নের। অন্তত ১০ জনকে প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দিয়েছেন তিনি। নিয়োগ দুর্নীতিতে হুগলির বাসিন্দা অয়ন শীলের গ্রেফতারির পর ওএমআর শিট কারচুপি নিয়েও নানা তথ্য পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ বার উঠে এল আরও এক তথ্য। ইডি সূত্রে দাবি, প্রাথমিক স্কুলে নিয়োগের ক্ষেত্রেও অবাধ বিচরণ ছিল অয়নের। অন্তত ১০ জনকে প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দিয়েছেন তিনি। যাঁদের মধ্যে বেশির ভাগই হুগলির বাসিন্দা। বলা বাহুল্য, কোনও নিয়োগেই নিয়ম মানা হয়নি। এবং সবটাই হয়েছে টাকার বিনিময়ে। এ নিয়ে আরও তথ্য জানার চেষ্টা করছে ইডি।

 

 

 

 

 

গত শনিবার অয়নকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ওই সময় ইডি চাইলে অয়নকে জেলে গিয়েও জেরা করতে পারবে।

 

 

 

 

এর আগে অয়নের হিসাব-বহির্ভূত বিপুল সম্পত্তির হদিস পেয়েছেন তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতিতে অয়নরা ওএমআর শিট বিকৃত করার কাজ করতেন বলে তদন্তে দাবি করা হয়েছে। তদন্তকারীরা জানাচ্ছেন, কোনও যোগ্য প্রার্থীদের ওএমআর শিটে ঠিক উত্তরের পাশে ভুল উত্তর চিহ্নিত করে তাদের নম্বর কমিয়ে দেওয়া হত। সেই জায়গায় টাকার বিনিময়ে নিয়োগ করা হত অযোগ্য প্রার্থীদের। আবার যে সব চাকরিপ্রার্থী টাকা দিয়েছেন, তাদের ফাঁকা ওএমআর শিটে ঠিক উত্তরে ভরিয়ে দিতেন অয়নরা। ইডি এ-ও জানিয়েছে, যে সব পরীক্ষার্থী সঠিক উত্তর দিয়ে বেশি নম্বর পেয়ে যেতেন, তাঁদের ওএমআর শিট বিকৃত করা হত। ওএমআর শিটে হয়তো সঠিক অপশনে টিক করেছেন ওই চাকরিপ্রার্থী। সেই জায়গায় ভুল উত্তরের ঘরেও পেনসিল দিয়ে ‘ডার্ক’ করে দেওয়া হত। ফলত ওই চাকরিপ্রার্থীর নম্বর কমে যেত।

 

আরও পড়ুন –  প্রধানমন্ত্রীর সফরের আগে আটক তেলঙ্গানার বিজেপি প্রধান সঞ্জয় কুমার

 

 

 

শুধু শিক্ষক নিয়োগই নয়, অয়ন বিভিন্ন পুরসভার নিয়োগ পরীক্ষায় ওএমআর শিট বিকৃত করার সঙ্গে জড়িত ছিলেন বলেও দাবি করেছে ইডি। সব মিলিয়ে প্রায় ১,০০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে ৪৫ কোটি টাকা তোলেন বলে অভিযোগ। অয়নের কাছে আরও নানা তথ্য জানতে চাওয়া হচ্ছে।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top