বেআইনি নির্মাণ নিয়ে বিধাননগর পুরসভার ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাই কোর্ট। আগামী দিনে বেআইনি নির্মাণের উপর নজরদারিও করতে নির্দেশ দিয়েছে আদালত। হাই কোর্টের নির্দেশ, ভবিষ্যতে বেআইনি নির্মাণের উপর নজরদারি করতে একটি দল গঠন করতে হবে বিধাননগর পুরসভাকে। গত মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী ৩০ দিনের মধ্যে বেআইনি নির্মাণ নিয়ে পদক্ষেপ করতে হবে ওই পুরসভাকে। আগামী ১৫ মে এই বিষয়ে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। ওই দিনই এই মামলার পরবর্তী শুনানি।
আগামী এক মাসের মধ্যে পুরসভাকে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আগামী দিনে এর উপর নজরদারিও করতে বলেছে আদালত। হাই কোর্টের নির্দেশ, ভবিষ্যতে বেআইনি নির্মাণের উপর নজরদারি করতে একটি দল গঠন করতে হবে বিধাননগর পুরসভাকে। ওই দল পুরসভা এলাকায় নিয়মিত নজরদারি চালাবে। নির্মাণ নিয়ে কোনও অনিয়ম নজরে এলেই পুরসভা সচেতন করবে। সেই অনুযায়ী পদক্ষেপ করতে হবে পুরসভাকে।
আরও পড়ুন – মধ্যশিক্ষা পর্ষদের নামে ভুয়ো ওয়েবসাইট তৈরি করে চাকরিপ্রার্থীদের থেকে তোলা হত অর্থ?…
বিধাননগর পুরসভায় বেআইনি নির্মাণের অভিযোগ তুলে ২০২০ সালে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন সুমন দাস-সহ কয়েক জন। তাঁদের অভিযোগ, ৩৯টি প্লটে ৩৩৩টি নির্মাণ হয়েছে। যা নিয়ম মেনে করা হয়নি। এর আগে ওই নির্মাণের উপর নজর দিতে পুরসভাকে নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। তার পরেও সঠিক পদক্ষেপ না করার অভিযোগ করেছেন মামলাকারীরা। পুরসভার এই ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে হাই কোর্টের মন্তব্য, ‘‘বেআইনি নির্মাণের অভিযোগ রয়েছে। আর বিধাননগর পুরসভা চোখ বন্ধ করে আছে! তাদের প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত ছিল।’’ ডিভিশন বেঞ্চের কথায়, ‘‘বেআইনি নির্মাণ কোন ভাবেই মেনে নেওয়া যায় না!’’
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )