৩০টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবা চালু মুখ্যমন্ত্রীর,থাকবে ICU-র সব পরিকাঠামো, লাইফ সাপোর্ট সুবিধা যুক্ত এই অ্যাম্বুলেন্সগুলি প্রতিটি জেলায় পাঠানো হবে। রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করতে তৎপর সরকার। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবান্নের সামনে থেকে উদ্বোধন করলেন ৩০টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের। সাংসদ তহবিলের টাকা থেকে এই অ্যাম্বুলেন্সগুলি কেনা হয়েছে। লাইফ সাপোর্ট সুবিধা যুক্ত এই অ্যাম্বুলেন্সগুলি প্রতিটি জেলায় পাঠানো হবে। অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধনের এই মঞ্চে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত রয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা পুলিশে কমিশনার, স্বাস্থ্যসচিবও। একনজরে দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রীর বক্তব্য।
মুখ্যমন্ত্রী বললেন, এর আগে ৬২৫টিরও বেশি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে সাংসদদের টাকা থেকে। একটি হাসপাতালের আইসিইউতে যা যা সুবিধা থাকে, এই অ্যাম্বুলেন্সগুলিতেই থাকবে সেই সব পরিষেবা। মোট ৩০টি অ্যাম্বুলেন্সের পিছনে খরচ হয়েছে ১০ কোটি টাকা।মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য ১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ৮৫টি কমিউনিটি সেন্টার চালু করা হচ্ছে বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রী বললেন, ‘অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন না। কারণ, যিনি স্বাস্থ্যসাথীতে পেতেন, তিনিই লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। কিন্তু আমরা নিয়ম পাল্টে দিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডারে এবার তাঁদের পরিবারের সদস্যরাও সুবিধা পাবেন।’‘এখানে বিধবা ভাতার একটি হাহাকার রয়েছে। কারণ, কেন্দ্রীয় সরকার এই টাকাগুলি আগে দিত। কিন্তু এখন দেয় না।’ বললেন মুখ্যমন্ত্রী।
জিএসটি করে আমাদের ঠকতে হয়েছে। যে টাকা আমাদের পাওনা, তা আমরা পাই না। ফলে আমাদের খুব সমস্যা হয়। বিধবা ভাতার ক্ষেত্রে আমরা রাজ্য সরকারের টাকা দিয়ে ৩০-৪০ লাখ বাড়িয়েছি।’ বাকিটাও কিছুটা লক্ষ্মীর ভাণ্ডার এবং জয় জোহার প্রকল্প এবং অন্যান্য প্রকল্পের মাধ্যমে সাধ্যমতো মানুষকে সাহায্য করার চেষ্টা করা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন – সংক্রান্তিতে কেষ্টর জেলায় অমিত শাহ, পয়লা বৈশাখে দক্ষিণেশ্বর, প্রস্তুতি নিচ্ছে বিজেপি,
১৩ এপ্রিল ধনধান্যে স্টেডিয়ামের উদ্বোধন হবে। প্রায় তিন হাজার মানুষের বসার জায়গা রয়েছে। বাংলা আরও একটি ইনডোর স্টেডিয়াম পেল বলে জানালেন তিনি।নববর্ষের প্রাক্কালে রাজ্যবাসীকে আরও একবার ‘শুভনন্দন’ জানালেন মুখ্যমন্ত্রী।