নিজের বিয়েতে শূন্যে চার রাউন্ড গুলি ছুঁড়ে কনের উল্লাস, ভিডিও ভাইরাল হতেই আসরে নেমে পড়েছে যোগীরাজ্যের পুলিশ।বিয়ের দিন আনন্দে শূন্যে গুলি, তোলপাড় ফেল কাণ্ড ভাইরাল নেটদুনিয়ায়। বিয়ে নিয়ে নানান মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিয়ের দিন অনুষ্ঠানে যাতে কোন খামতি না থাকে তার জন্য বর-কনে কোন ত্রুটি রাখেন না।বিয়ের পোশাক সাজসজ্জা থেকে ফটোগ্রাফি সবকিছুই হাল ফ্যাশানের যুগে হওয়া চাই একেবারে জবরদস্ত
বিয়ের দিনের বর-কনের নানান মজার কাণ্ড কারখানার সাক্ষী সোশ্যাল মিডিয়ায়। তবে সম্প্রতি যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা দেখে একেবারে ভিরমি খেয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের দিন এক কনে, বরের সঙ্গে বিয়ের মঞ্চ থেকে শূন্যে গুলি ছুড়ছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের।
বিয়ের অনুষ্ঠান চলাকালীন শূন্যে গুলি চালানোর এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল ফেলে দিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি কনের হাতে একটি পিস্তল তুলে দিচ্ছেন। এরপর কনে পিস্তল থেকে অবলীলায় বাতাসে গুলি ছুঁড়ে উল্লাসে মেতে উঠলেন। আনন্দে কনের গুলি চালানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। ভিডিও ভাইরাল হতেই আসরে নেমে পড়েছে যোগীরাজ্যের পুলিশ। এই বিষয়ে অতিরিক্ত এসপি অশোক কুমার সিং বলেছেন যে পুলিশ সংশ্লিষ্ট ধারায় অভিযোগ দায়ের করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছে।
আরও পড়ুন – দিঘাতেই আরও দুই নতুন বিচ! নতুন বিচের নামকরণ করলেন খোদ মমতা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের সালেমপুরে সদ্য বিয়ে হওয়া এক নববধূ রিভলবার থেকে চার রাউন্ড গুলি ছুঁড়ছেন। বিয়ের মঞ্চ থেকেই তিনি এই হাড়হিম কাণ্ড ঘটান। ২৭ মার্চ শুক্রবার দুপুরে সালেমপুরের একটি গেস্ট হাউসের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। ভিডিওটি একটি গেস্ট হাউসে তোলা হয়েছে।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )