জাল দলিলে মৃত মহিলার আঙুলের ছাপ নিচ্ছে আত্মীয়রা! আত্মীয়া মারা গেছেন। তিনি নিঃসন্তান। তাঁর সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য জাল দলিলে মৃতদেহের হাতের বুড়ো আঙুলের ছাপ (Thumbprint) নিচ্ছে আত্মীয়রা (Dead Woman’s Thumbprint)! এমনই ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে (viral video) ইন্টারনেটে, যা দেখে সম্ভিত নেটিজেনরা।
ভয়াবহ ঘটনাটি উত্তরপ্রদেশের আগ্রার (Agra)। জানা গেছে, ভিডিওটি ২০২১ সালের। মৃতা মহিলার নাম কমলা শর্মা। ভিডিওটি পরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন কমলা দেবীর বোনপো জিতেন্দ্র কুমার। পুলিশকে তিনি জানিয়েছেন, তাঁর নিঃসন্তান মাসি মারা যান ২০২১ সালের ৮ মে। তাঁর স্বামীর মৃত্যু হয়েছিল আগেই। নিজস্ব বাড়ি ছাড়াও দম্পতির একটি দোকানও ছিল।
জিতেন্দ্র পুলিশকে জানিয়েছেন, কমলাদেবীর মৃত্যুর পর তাঁর দেওরের ছেলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার নাম করে দেহটি গাড়িতে করে বাইরে নিয়ে যায়। তারপর উকিলের সাহায্যে আগে থেকেই তৈরি করিয়ে রাখা একটি জাল দলিলে তাঁর আঙুলের ছাপ নিয়ে নেয়। সেই ভুয়ো দলিলের ভিত্তিতেই পরে কমলাদেবীর বাড়ি এবং সম্পত্তি দখল করে নেয় তারা।
এছাড়াও জিতেন্দ্র জানিয়েছেন, সম্পত্তির দলিলে আঙুলের ছাপ (Thumbprint) দেখে তাঁদের সন্দেহ হয়েছিল, কারণ তাঁর মাসি সব সময় সই করতেন। আঙুলের ছাপ দিতে তিনি পছন্দ করতেন না। কিন্তু যেহেতু কোনও প্রমাণ ছিল না, তাই তাঁদের কিছু করার ছিল না।
আরও পড়ুন – দুর্ভোগের আশঙ্কা ! বারাসত-হাসনাবাদ শাখায় দু’দিন বন্ধ থাকবে ট্রেন চলাচল,
তাঁদের ধারণাই সত্যিই বলে প্রমাণিত হয় যখন ভিডিওটি সামনে আসে। ৪৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ির পিছনের সাইট শুইয়ে রাখা হয়েছে মৃত কমলাদেবীকে। সেখানে বসে একজন উকিল দলিলের একাধিক পাতায় তাঁর আঙুল ধরে বুড়ো আঙুলের ছাপ নিয়ে নিচ্ছে।
আরও পড়ুন – শরীরের উর্ধ্বাংশে পোশাকের লেশমাত্র নেই, ফুল দিয়ে লজ্জা নিবারণ করেছেন উরফি জাভেদ
আগ্রা পুলিশ জনিয়েছে, ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তারা।তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর স্তম্ভিত ইন্টারনেটবাসী। অনেকেরই প্রশ্ন, লোভের বশে ঠিক কতটা নীচে নামতে পারে মানুষ! অনেকেই আবার এমন বেআইনি কাজ করার জন্য ওই উকিলের লাইসেন্স বাতিল করারও দাবি তুলেছেন।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )