বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চেয়ারের অপব্যবহার করছেন, এক্রিয়ার বহির্ভূত, আইন বহির্ভূত কথা বলছেন।’ বেনজির আক্রমণ কুনাল ঘোষের , বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Justice Abhijit Gangopadhyay) নজিরবিহীন আক্রমণ তৃণমূল কংগ্রেসের (TMC)। তৃণমূলের মুখপাত্র-র অভিযোগ, ‘মহামান্য বিচারপতি শ্রদ্ধেয় ব্যক্তি কিন্তু তাঁর চেয়ারের অপব্যবহার করছেন। ব্যক্তিগত প্রচারের জন্য রাজনৈতিক দলের ক্যাডারে পরিণত হয়ে গিয়েছেন। তিনি টার্গেট করে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলকে টার্গেট করে নিয়েছেন তিনি। আবোল-তাবোল কথাবার্তা বলছেন। এক্রিয়ার বহির্ভূত, আইন বহির্ভূত কথা বলছেন।’
আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে কুণাল ঘোষে বললেন ‘উনি আসলে প্রচারের আলোয় থাকতে এসব করছেন। সিপিএম, কংগ্রেস, বিজেপি রাজনৈতিকভাবে যাতে সুবিধা হয়, সেই কাজ নিশ্চিত করার ব্রত নিয়েছেন। রাজ্যজুড়ে বিভিন্ন কোর্টে বিভিন্ন বিচারকরা অক্লান্ত পরিশ্রম করছেন, তাই তো বিচার ব্যবস্থা চলছে।’
আরও পড়ুন – বৃদ্ধা সেজে পৌঁছে গিয়েছিলেন অভিষেকের কাছে, অবশেষে জানা গেল কে এই যুবতী…
বিচারপতি গঙ্গোপাধ্যায়কে তীব্র আক্রমণ করার মাঝে কুণাল ঘোষের বক্তব্য, ‘কেউ অন্যায় করে থাকলে তাঁর শাস্তি হোক। সে উচ্ছন্নে যাক, তৃণমূল কংগ্রেসের তা নিয়ে কোনও বক্তব্য নেই। কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গােপাধ্যায়ের বক্তব্য রাজনৈতিক দলের ক্যাডারের মতো হয়ে যাচ্ছে। ওঁর বিরুদ্ধে কথাগুলো বলার জন্য যদি আদালত অবমাননার জন্য আদালতে ডাকেন, সেটা সামনে দাঁড়িয়ে মুখোমুখি হব। জেলে পাঠালে, যাব জেলে। কিন্তু একটা দলের ভাল কাজ ভুলিয়ে দেওয়ার চেষ্টা এভাবে ক্রমাগত চলতে পারে না। কোনও ভুল হয়ে থাকলে তাঁর প্রায়শ্চিত্ত করার সুযোগ তৃণমূল কংগ্রেসকেই দেওয়া হোক।’ পাশাপাশি সিবিআইকে ভর্ৎসনা ও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের তদন্ত নিয়ে বক্তব্যের প্রেক্ষিতে, কুণাল ঘোষের অভিযোগ, ‘তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছেন উনি।’