দমদম পুরসভার ১৭ জন কাউন্সিলরকে শোকজ করল তৃণমূল ,দক্ষিণ দমদম পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে তৃণমূলের রাজ্য নেতৃত্বের কাছে।দক্ষিণ পুরসভার ১৭ জন কাউন্সিলরকে শোকজ করতে চলেছে তৃণমূল। কারণ বৃহস্পতিবার দক্ষিণ দমদম পুরসভার প্রেক্ষাগৃহে তৃণমূল নেতৃত্ব এক বৈঠক ডেকেছিলেন। সেই বৈঠকে গরহাজির ছিলেন ওই কাউন্সিলররা। আগামী ৭ দিনের মধ্যে তাঁদের শোকজের জবাব দিতে বলা হয়েছে। দক্ষিণ দমদম পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে তৃণমূলের রাজ্য নেতৃত্বের কাছে। তাই শীর্ষ নেতৃত্বের নির্দেশে বৃহস্পতিবার দমদম পুরসভার প্রেক্ষাগৃহে এই সংক্রান্ত বিষয়ে একটি বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে হাজির ছিলেন জেলা তৃণমূল সভাপতি তাপস রায়, দমদম সাংসদ সৌগত রায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দমকলমন্ত্রী সুজিত বসু, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, দক্ষিণ দমদম পুরসভার চেয়ারপার্সন কস্তুরী চৌধুরী ও ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত-সহ পুরসভার আরও ১৮ জন কাউন্সিলর।
কেন তাঁরা জেলা তৃণমূল নেতৃত্বের ডাকা বৈঠকে হাজির হলেন না? তা অনুপস্থিত ওই কাউন্সিলরদের লিখিত ভাবে জানাতে বলা হয়েছে। দলীয় নেতৃত্বের নির্দেশ অমান্য করাকে ভাল চোখে দেখেননি জেলা নেতৃবৃন্দ। তাই তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে দল। কাউন্সিলরদের কোনওরকম রেয়াত করতে নারাজ তৃণমূল জেলা নেতৃত্ব। বৈঠক শেষ হওয়ার পরেই তাঁদের শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, বুধবার হালিশহরের চেয়ারম্যান রাজু সাহানি জেলে থাকায় ওই পুরসভায় নতুন চেয়ারম্যান হয়েছেন শুভঙ্কর ঘোষ। তারপর থেকেই খবর বিভিন্ন পুরসভায় তৃণমূল নেতৃত্ব চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বদল করা হবে। বৈঠকে হাজির এক বর্ষীয়ান নেতা জানিয়েছেন, যাঁরা বৈঠকে আসেননি তাঁদের কাছে জানতে চাওয়া হবে কেন তাঁরা বৈঠকে যোগ দেননি।
আরও পড়ুন – চেয়ারে বিধায়ক! ছবি ভাইরাল হতেই দলের নেতার দিকে আঙুল ইদ্রিশের,
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহুতে ফলো করুন Facebook পেজ এবং Youtube )