রাজ্যের বিরোধী দলনেতার ভূয়সী প্রশংসা অমিত শাহর মুখে! রাজ্যে এসেই শুভেন্দু অধিকারীর প্রশংসায় কার্যত পঞ্চমুখ স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন সিউড়ির সভামঞ্চে দাঁড়িয়ে অমিত শাহ বলেন, ‘দিদি’র ‘দাদগিরি’র বিরুদ্ধে শুভেন্দুর লড়াইকে কুর্নিশ জানাই’। শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা শোনা যায় অমিত শাহর মুখে। সিউড়ির সভামঞ্চ থেকে অমিত শাহ বলেন, মমতা সরকারের একাধিক দুর্নীতির বিরুদ্ধে যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু লড়াই চালাচ্ছেন তা প্রশংসার’। আগামী দিনেও দুর্নীতির বিরুদ্ধে সরব থাকবে বিজেপি। দুর্নীতির বিরুদ্ধে কোনও আপস নয়। বললেন শাহ।
অমিত শাহ বক্তব্য রাখার আগে শুভেন্দু অধিকারী নিজের বক্তব্য পেশ করার সময় বলেন,’ পশ্চিমবঙ্গে এবং তেলেঙ্গানাতে পরিবারবাদ চলে। এই জেলাকে দুর্বৃত্তদের হাতে পাঠিয়েছিলেন মমতা। যে সন্ত্রাস করেছে, সে এখন জেলে। বাংলায় অনুপ্রবেশের সমস্যা রয়েছে। লাখ লাখ বিজেপি কর্মীরা পরিবর্তনের জন্য প্রস্তুত। আগামী দিনেও দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। বাংলা থেকে ‘বুয়া- ভাতিজা’ রাজ উৎখাত করতেই হবে’। শুভেন্দুর বক্তব্যের একেবারে শেষ অংশে তিনি বলেন,’ নো ভোট টু মমতা’, এই শপথ নিন।
এ দিনের সভায় তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি বারংবার অমিত শাহের মুখে একটা কথাই শোনা গিয়েছে, তা হল ২০২৪-এ তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদিকে ফের প্রধানমন্ত্রী করতে বাংলার মানুষ ভোট দেবেন কি না! আর তা করতে গিয়ে বার বারই আয়ুষ্মান ভারত, উজালা গ্যাস যোজনা, বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার মতো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও উল্লে়খ করেছেন তিনি৷
আরও পড়ুন – ক্রমেই বাড়ছে গরম! দক্ষিণবঙ্গের ১১ জেলায় চাঁদিফাটা চৈত্রের অগ্নিবাণ… কোথায় কোথায় ৪০…
এর পাশাপাশি নিয়োগ দুর্নীতি নিয়েও অমিত শাহ সরাসরি প্রশ্ন ছু়ড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে৷ বীরভূমে কেন এখনও গরু পাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে তৃণমূলের জেলা সভাপতি পদে রাখা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ দাবি করেছেন, গরু পাচার, অনুপ্রবেশকারী, দুর্নীতি, সর্বোপরি তৃণমূলের অপশাসনের মতো সমস্যা থেকে বাংলাকে মুক্ত করার একমাত্র সমাধান বিজেপি-ই৷