Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
জীবনকৃষ্ণের বাড়িতে বস্তা বস্তা নথি মিলেছে ।

মিলেছে ৩,৪০০ প্রার্থীর নাম !নবম-দশমে নিয়োগের পুরো ডেটাবেসই বিধায়কের বাড়িতে! দাবি করছে সিবিআই

মিলেছে ৩,৪০০ প্রার্থীর নাম !নবম-দশমে নিয়োগের পুরো ডেটাবেসই বিধায়কের বাড়িতে! দাবি করছে সিবিআই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মিলেছে ৩,৪০০ প্রার্থীর নাম !নবম-দশমে নিয়োগের পুরো ডেটাবেসই বিধায়কের বাড়িতে! দাবি করছে সিবিআই,বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সুপারিশে হওয়া চাকরিপ্রার্থীদের নথিই নয়, এসএলএসটির গোটা নিয়োগ প্রক্রিয়ার ডেটাবেসই মিলেছে তৃণমূল বিধায়কের বাড়িতে। উদ্ধার হয়েছে প্রায় ৩,৪০০ প্রার্থীর তথ্য। শনিবার তৃণমূল বিধায়কের বাড়িতে অভিযানের পর এমনই দাবি করেছে সিবিআইয়ের একটি সূত্র। তাদের দাবি, নবম এবং দশম শ্রেণির চাকরিপ্রার্থীদের নাম এবং রোল নম্বর সমেত নথি উদ্ধার হয়েছে বিধায়কের বাড়িতে। নিয়োগ দুর্নীতির অন্যতম চক্রী জীবনকৃষ্ণ, এমনটাই দাবি করছে সিবিআই।

 

 

 

 

 

শুক্রবার জীবনকৃষ্ণের বাড়িতে সিবিআই হানার পর প্রায় ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। এর মধ্যে বিধায়কের শ্বশুরবাড়িতেও গিয়েছে সিবিআই। অন্য দিকে, সিবিআই আধিকারিকদের দেখে নিজের দু’টি মোবাইল পুকুরে ছুড়ে দিয়েছেন বিধায়ক। সেই মোবাইল উদ্ধারের জন্য পাম্প নিয়ে আসেন তদন্তকারীরা। এখনও চলছে জল ছেঁচে মোবাইল উদ্ধারের চেষ্টা।

 

 

 

 

আরও পড়ুন – সিবিআই দেখে পুকুরে ফোন ছুড়ে ফেললেন বিধায়ক! মোবাইল দু’টির খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা

 

 

শুক্রবার দুপুর থেকে তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। বস্তা বস্তা নথি মিলেছে জীবনকৃষ্ণের বাড়িতে। শনিবার বিধায়কের দু’টি নোটপ্যাড বাজেয়াপ্ত করা হয়েছে। বস্তুত, জীবনকৃষ্ণের বাড়ির একটি ঘরকে ‘ওয়ার রুম’ বলছেন তদন্তকারীরা। সেই ঘরে রয়েছে একাধিক কম্পিউটার, বেশ কয়েকটি ল্যাপটপ, তিনটি নোটপ্যাড, হাই স্পিড ওয়াইফাই কানেকশন এবং গুরুত্বপূর্ণ কিছু সফ্‌টঅয়্যার। কী কাজে সেগুলো ব্যবহার হত, সে বিষয়ে বিধায়ককে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী দল। সন্ধান মিলেছে মোবাইলের দু’টি এক্সটারনাল স্টোরেজ। সেগুলি ফরেন্সিক বিশেষজ্ঞদের কাছে পাঠানোর সম্ভাবনা রয়েছে।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....