নিজস্ব সংবাদদাতা,ডোমকল, ২৮শে নভেম্বর :বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ডোমকল থানার মানিকনগর গ্রামে।বুধবার সকাল দশটা নাগাদ স্থানীয় লিয়াকত সেখের বাড়িতে বোমা ফাটার শব্দ শুনতে পান গ্রামবাসীরা।গ্রামবাসীরা তার বাড়িতে এসে দেখেন বিভিন্ন জায়গায় পরে রয়েছে বোমা ভর্তি ব্যাগ, ও জার ।
এদিন এই বোমা বিস্ফোরনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ডোমকল থানার পুলিশ। তল্লাশি চালিয়ে বাড়ির চারিপাশ থেকে প্রচুর পরিমানে তাজা বোমা উদ্ধার করে পুলিস ।বোমা ফাটার ফলে লিয়াকত সেখের ছেলে সামিউল ইসলাম আহত হয়েছেন বলে গ্রামবাসীরা জানান। জমি সংক্রান্ত বিবাদের জেরে বাড়িরে বোমা মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান।অভিযুক্তরা সকলেই পলাতক । দিনে দুপুরে এই ঘটনায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী ।