শাহ পদত্যাগ করুন, দাবি মুখ্যমন্ত্রীর, অমিতকে নিশানা মমতার , কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকার অধিকার নেই শাহের (Amit Shah)। গত শুক্রবার বীরভূমের সিউড়িতে বিজেপির সভা থেকে শাহ বলেছিলেন, ২০২৬ সালের আগেই বাংলার সরকার পড়ে যাবে। সেই সঙ্গে এই রাজ্য থেকে বিজেপিকে কমপক্ষে ৩৫ আসনে জিততে হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। আর তাতেই রাজ্যে তৃণমূল সরকার থাকবে না বলে মন্তব্য করেছিলেন। সোমবার নবান্নতে সাংগঠনিক বৈঠক শেষে মমতার প্রশ্ন, ‘‘কোন আইনে সরকার ফেলার কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?’’
শাহের এই মন্তব্য সাংবিধানিক মর্যাদা ভেঙেছে বলে দাবি মমতার (CM Mamata Banerjee)। তিনি অভিযোগ তুলে বলেন, ‘‘বিজেপি ৩৫ আসন পেলেই সরকার ফেলার কথা বলেন কী ভাবে। সাংবিধানিক মর্যাদা লঙ্ঘন হয়েছে। দেশকে রক্ষা না করে চক্রান্ত করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।’’ এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘কোন আইনে নির্বাচিত সরকার ভাঙার কথা বলছেন? সংবিধান কি বদল হচ্ছে নাকি?’’
আরও পড়ুন – গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা ,আগে পার্থ, মানিক, নিয়োগকাণ্ডে ধৃত তৃণমূল বিধায়কের সংখ্যা বেড়ে…
প্রসঙ্গত, বীরভূমে এসে সরাসরি মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তোপ দাগেন শাহ। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে রীতিমতো চ্যালেঞ্জের সুরে শাহ বলেন, “মমতাদিদি যতই চান না কেন, ভাইপো মুখ্যমন্ত্রী হতে পারবেন না।” একই সঙ্গে তিনি বলেন, “রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী বিজেপি থেকে কেউ হবেন।” পরবর্তী বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল ক্ষমতায় ফিরছে না, এই বার্তা দেওয়ার পাশাপাশি ওই সভা থেকে এক ধাপ এগিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “২০২৫-এর আগেই তৃণমূল সরকার পড়ে যাবে।” রাজ্যে পরবর্তী বিধানসভা নির্বাচন ২০২৬ সালে। যার অর্থ, শাহ দাবি করছেন, ৫ বছরের মেয়াদ পূরণের আগেই তৃণমূল সরকার পড়ে যাবে।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)