পুত্র শুভ্রাংশুর অভিযোগ পেয়েই বিজেপি নেতাকে থানায় তলব,

পুত্র শুভ্রাংশুর অভিযোগ পেয়েই বিজেপি নেতাকে থানায় তলব,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পুত্র শুভ্রাংশুর অভিযোগ পেয়েই বিজেপি নেতাকে থানায় তলব, সোমবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে বিমানে দিল্লি পৌঁছন মুকুল। মুকুল রায় দিল্লিযাত্রার ঘটনায় এ বার পীযূষ কানোরিয়াকে তলব করেছে এনএসসিবিআই (এয়ারপোর্ট) থানার পুলিশ। জানা গিয়েছে, তলব পেয়ে মঙ্গলবার থানায় পৌঁছেছেন পীযূষ। সেখানে তাঁকে জেরা করা হচ্ছে। মুকুল যখন বিজেপিতে ছিলেন, তখন তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন পীযূষ। বিধাননগর পুলিশ কিছু সূত্র মারফত জানতে পেরেছে, মুকুল রায়কে দিল্লি নিয়ে যাওয়ার জন্য সাহায্যের বিষয়ে পীযূষ যুক্ত। সে সব জানার জন্য তাঁকে থানায় ডাকা হয়েছে। এখনও জেরা চলছে। পীযূষ কোনও সাহায্য করেছেন কিনা মুকুলকে, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই সূত্রের খবর।

 

 

 

 

 

 

কেন বাবাকে নিয়ে টানাহ্যাঁচড়া করা হচ্ছে, তা নিয়ে মুকুলপুত্রের ব্যাখ্যা, ‘‘আমার ব্যক্তিগত মত, অভিষেককে কালিমালিপ্ত করতে কোনও একটি রাজনৈতিক দল খেলায় নেমেছে। কারণ এখন নিশানা অভিষেক। তিনিই দলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’’ শুভ্রাংশু আরও দাবি করেছেন, ‘‘মুকুল রায় মানসিক ভাবে সুস্থ নন। এখানে টাকার খেলা হয়েছে।’’ বাবার হাতে বিমানে চড়ে দিল্লি যাওয়ার অর্থ কোথা থেকে এল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভ্রাংশু। এই সূত্রেই তাঁর সংযোজন, ‘‘গতকাল একটি এজেন্সির তরফে এক অবাঙালি ব্যক্তিকে বলা হয়, মুকুল রায়ের হাতে ৫০ হাজার টাকা দিয়ে আসার জন্য।’’ কেন, তার ব্যাখ্যাও দিয়েছেন শুভ্রাংশু। তাঁর বক্তব্য, ‘‘বাবার হাতে টাকা নেই। এখন বাবার মাসিক আয় ২১ হাজার টাকার মতো।’’ বাবাকে নিয়ে উদ্বেগের কথাও সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুকুলপুত্র। বিজেপি ঘুরে তৃণমূল শিবিরে ফেরা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল আবার পদ্মশিবিরে যোগ দিতে পারেন— সোমবার সন্ধ্যায় তাঁর দিল্লি যাত্রার খবর প্রকাশ্যে আসার পর থেকেই এই জল্পনা শুরু হয়েছে।

 

 

 

 

আরও পড়ুন –  স্বস্তি বিজেপির ,সুকান্ত মজুমদারের কেশপুরের সভার অনুমতি দিল হাইকোর্ট

 

 

সোমবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে বিমানে দিল্লি পৌঁছন মুকুল। যদিও তাঁর পুত্র শুভ্রাংশু বাবার ‘নিখোঁজ’ হয়ে যাওয়ার কথা উল্লেখ করে দু’টি থানায় অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার এ নিয়ে সাংবাদিক বৈঠকে শুভ্রাংশু বলেন, ‘‘আমি এয়ারপোর্ট এবং থানাকে চিঠি লিখেছি। জানিয়েছি, দু’জন আমাকে না জানিয়ে বাবাকে নিয়ে চলে গিয়েছে। আমি থানার আইসি এবং এরায়পোর্টের ম্যানেজারকে বলেছিলাম বাবাকে বিমান থেকে নামিয়ে আনতে। কিন্তু তা হয়নি।’’ বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ তাঁর সঙ্গে সহযোগিতা করেনি বলে অভিযোগ করেছেন শুভ্রাংশু। তিনি এও দাবি করেছিলেন, মঙ্গলবার একটি এজেন্সির তরফে এক অবাঙালি ব্যক্তিকে বলা হয়েছে, মুকুল রায়ের হাতে ৫০ হাজার টাকা দিয়ে আসার জন্য। সেই অভিযোগের ভিত্তিতেই এ বার এয়ারপোর্ট থানা থেকে তলব করা হল পীযূষকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top