কেন পালন করা হয় পৃথিবীর জন্মদিন? কবে বিশ্ব বসুন্ধরা দিবস ?

কেন পালন করা হয় পৃথিবীর জন্মদিন? কবে বিশ্ব বসুন্ধরা দিবস ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কেন পালন করা হয় পৃথিবীর জন্মদিন? কবে বিশ্ব বসুন্ধরা দিবস ? শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত যে প্রকৃতির হাতে প্রাণীকূলের লালন-পালন হয়, সেই প্রকৃতি আজ চরম দুর্দশায়। বছরে একটি দিন পৃথিবী দিবস (Earth Day) পালনের নামে হইহুল্লোড় হয় ঠিকই। তবে সারাবছর পৃথিবীর হালহকিকত নিয়ে ভাবার মানুষ কমই আছে। সিংহাভাগ মানুষ রোজই ক্ষতিসাধন করে চলেছে বসুন্ধরার। দিনের পর দিন বিশ্বব্যাপী উষ্ণায়ন (Global Warming) বেড়েই চলেছে। আর কিছু বছর পর পৃথিবীর অবস্থা কী হবে কখনও ভেবে দেখেছেন? একের পর এক বিপর্যয় দেখেও মানুষ সতর্ক হয় না। গরম পড়তেই এসি লাগানোর কথা ভাবেন অনেকেই। ক’জন গাছ লাগানোর কথা ভাবেন বলুন তো? হয়তো হাতে গোনা কয়েকজনের ভাবনা আছে। তা বাস্তবায়ন বেশ ঝক্কির। একজনও এমনটা ভাবেন না যে, প্রতিদিন যদি নিয়ম করে একটিও গাছ লাগানো যায়, তাহলেই আগামীতে গরম নিয়ে হা-হুতাশ করতে হয় না, বন্যা কিংবা খরার প্রকোপে ভিটেমাটি ছাড়তে হয় না। বিজ্ঞানীরাও উদ্বেগ প্রকাশ করছেন প্রতিনিয়ত। তাঁরা জানাচ্ছেন, দিনদিন বসবাসের অযোগ্য হয়ে উঠছে পৃথিবী। দূষণে ভরছে উন্নত সব দেশ। আধুনিক পৃথিবী দেখাতে গিয়ে প্রতিটি দেশেই কোথাও চরম খরা, কোথাও ভয়াবহ বন্যা হয়েই চলেছে! এভাবে কি প্রকৃতি মায়ের ঋণশোধ করা যায়? সকলে মিলে দায়িত্ব নেওয়া যায় না পৃথিবীর? সত্যিই ভাবার সময় এসেছে। সামনে আরও একটি পৃথিবী দিবস। সুজলা-সুফলা বসুন্ধরাকে বাঁচাতে অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন। অনেকেই জানেন না পৃথিবী দিবস বলে কিছু আছে। কী-ই বা তার তাৎপর্য। আসুন একবার দেখে নেওয়া যাক।

 

 

 

 

 

বিশ্ব বসুন্ধরা দিবস কবে শুরু হয়?

যদি পৃথিবী দিবসের ইতিহাস ঘেঁটে দেখা যায়, তাহলে দেখা যাবে এই দিবসটির উদযাপন 1970 সাল থেকে শুরু হয়েছিল। 1969 সালে সান ফ্রান্সিসকো-তে ইউনেসকো সম্মেলনে কর্মীরা পৃথিবীকে রক্ষার জন্য একটি দিন নির্দিষ্ট করেছিল। তবে প্রাথমিকভাবে বিশ্ব পৃথিবী দিবস 1970 সালের 21 মার্চ উত্তর গোলার্ধে বসন্তের প্রথম দিনে অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব করা হয়েছিল। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর, গেলর্ড নেলসন পরিবেশ সুরক্ষার জন্য 22 এপ্রিল 1970 তারিখে পৃথিবী দিবস উদযাপনের প্রস্তাব করেন।

 

 

 

 

 

এবছর (2023) বিশ্ব বসুন্ধরা দিবসের থিম কী?

প্রতি বছর এই দিবসে নির্দিষ্ট থিম থাকে। চলতি বছরের থিম হল- “Invest In Our Planet।” এই দিন বিভিন্ন ইভেন্ট, কর্মসূচির আয়োজন করা হয়। আর তাতে বলা হয় পৃথিবীতে সবার সুস্থ ভাবে বেঁচে থাকার জন্য কী করা প্রয়োজন। এটি হবে বিশ্ব পৃথিবী দিবসের 53 তম অনুষ্ঠান।

 

আরও পড়ুন –  আপনি কি তাহলে না ঘর কা না ঘাট কা? সাংবাদিকের প্রশ্নে কি…

 

কেন পৃথিবী দিবস পালিত হয়?

পৃথিবীকে রক্ষা করার জন্য এই দিনটি নির্দিষ্ট করা হয়। একদিনে কোনও কিছুই হয় না। তবে প্রতি বছর 22 এপ্রিল পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়। পরিবেশ ও প্রকৃতিকে রক্ষার জন্য পালিত হয় নানা রকম কর্মসূচি। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, মাটি ক্ষয়, জল দূষণ, বন উজাড়ের মতো ঘটনাগুলি নিয়ে মানুষকে সচেতন করা হয়। অনেকাংশে, মানুষের কর্মই পরিবেশের ক্ষতির কারণ। কী কারণে আমাদের পৃথিবীর ক্ষতি হচ্ছে এবং কীভাবে তা কমানো যায় তা জানার জন্যই সচেতনতা প্রয়োজন। সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতি বছর এই দিবসটি বিভিন্ন থিম নিয়ে পালিত হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top