কবরে তেরঙা পতাকা দিয়ে গ্যাংস্টার আতিককে ভারতরত্ন দেওয়ার দাবি তুলে গ্রেফতার কংগ্রেস নেতা দেখুন সেই ভিডিও

কবরে তেরঙা পতাকা দিয়ে গ্যাংস্টার আতিককে ভারতরত্ন দেওয়ার দাবি তুলে গ্রেফতার কংগ্রেস নেতা দেখুন সেই ভিডিও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কবরে তেরঙা পতাকা দিয়ে গ্যাংস্টার আতিককে ভারতরত্ন দেওয়ার দাবি তুলে গ্রেফতার কংগ্রেস নেতা দেখুন সেই ভিডিও , কবরে তেরঙা পতাকা দিয়ে আতিককে ভারতরত্ন দেওয়ার দাবি, পুলিশী হেফাজতে বহিষ্কৃত কংগ্রেস নেতা রাজকুমার মাফিয়া থেকে রাজনীতিক হয়ে ওঠা গ্যাংস্টার আতিক আহমেদের মৃত্যুর পর তাঁর কবরে তেরঙা পতাকা রেখে গ্রেপ্তার হলেন কংগ্রেস কাউন্সিলর প্রার্থী রাজকুমার ওরফে রাজু ভাইয়া। শুধু তেরঙা পতাকা রাখা নয় উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পুলিশ হেফাজতে নিহত মাফিয়া আতিক আহমেদকে অভিযুক্ত রাজু শহীদও ঘোষণা করেছেন।এমনকি আতিক আহমেদ অমর রহে বলতেও শোনা যায় তাঁকে।

 

 

 

 

 

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আতিকের কবরে তেরঙা পতাকা রেখে স্লোগান দিচ্ছে অভিযুক্ত রাজকুমার। এরপরেই পুলিশ বিষয়টির তদ্ন্ত শুরু করে এবং কংগ্রেস নেতাকে হেফাজতে নেয়।

 

আরও পড়ুন –  আইনজীবীদের কালো গাউন পরা থেকে ছাড় ! গরমের কারণে আইনজীবীদের ছাড় দিলেন…

 

 

ভিডিওতে  দেখা যাচ্ছে  আতিক আহমেদকে ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়েছেন কংগ্রেস প্রার্থী রাজকুমার । এরপর  তিনি প্রশ্ন তোলেন যে মুলায়ম সিং যাদব যদি পদ্মবিভূষণ পেতে পারেন, তাহলে আতিক আহমেদ কেন ভারতরত্ন পাবেন না? কংগ্রেস (Congress) রাজকুমারের বক্তব্যকে সমর্থন করেনা দল,এরপর দলের তরফ থেকে রাজকুমার (Rajkumar) ওরফে রাজু ভাইয়াকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার  করে l

 

 

 

 

 

 

 

 

আরও পড়ুন –   ‘সংযোগ যাত্রা’র সূচনা অভিষেকের,কোচবিহারে দু’রাত তাঁবুতে কাটাবেন তৃণমূল কর্মীদের সঙ্গে

(সব খবর, ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top