‘কুন্তল একাই নিয়েছে ৫০০ কোটি, হাওয়ালায় খাটিয়েছে টাকা’, বিস্ফোরক তাপস

‘কুন্তল একাই নিয়েছে ৫০০ কোটি, হাওয়ালায় খাটিয়েছে টাকা’, বিস্ফোরক তাপস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘কুন্তল একাই নিয়েছে ৫০০ কোটি, হাওয়ালায় খাটিয়েছে টাকা’, বিস্ফোরক তাপস ,প্রথম থেকেই একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডল। তিনি যাঁদের নাম সামনে এনেছেন, তাঁদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেফতারও করা হয়েছে। বৃহস্পতিবার আদালত থেকে বেরনোর সময় ফের কুন্তল ঘোষের বিরুদ্ধে অভিযোগ শোনা গেল তাঁর মুখে। তাপসের দাবি, কুন্তল ঘোষ একাই ৫০০ কোটি টাকা তুলেছেন। কাউকে দেননি সেই টাকা। নেতাদের নাম করে সেই টাকা তুলেছেন বলেও দাবি তাপস মণ্ডলের। তবে, অভিযোগ উড়িয়ে দিয়েছেন কুন্তল ঘোষ। তৃণমূলের প্রাক্তন যুবনেতা এদিন তাপসের অভিযোগ শুনে আদালতের বাইরে বেরিয়ে বলেন, ‘ওঁর মাথা খারাপ হয়ে গিয়েছে।’

 

 

 

 

আদালতে শুনানি চলাকালীন কুন্তলের আইনজীবীরা জানান, জেলে গিয়ে জেরা করা হয়েছে কুন্তলকে, কিন্তু আইনজীবীকে সময় মতো জানানো হয়নি। লকআপে কয়েকজন ব্যক্তি হুমকি দিয়েছেন বলেও দাবি কুন্তলের। তাতে নাকি ভয়ও পেয়েছেন তিনি।

 

 

 

 

নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়েছিল কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষকে। আলিপুর আদালতে প্রবেশ করার সময় এদিন কুন্তল ঘোষ সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে দুহাত ঘুরিয়ে দেখিয়ে বলেন, ‘আমার হাতে আংটি নেই। ঘামাচি আছে।’ বুধবারই পার্থ চট্টোপাধ্যায়ের হাতের আংটি নিয়ে প্রশ্ন তুলেছিল ইডি। তাই এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কটাক্ষ করেই কুন্তল ঘোষ এমনটা বলেছেন বলে মনে করা হচ্ছে।

 

 

 

আরও পড়ুন –  সংঘাতের মধ্যেই এবার আরও এক বিশ্ববিদ্যালয় পরিদর্শনে রাজ্যপাল

 

 

আদালত থেকে বেরিয়ে তাপস মণ্ডল বলেন, কুন্তল একাই ৫০০ কোটি তুলেছে। হাওয়ালায় খাটিয়েছে সেই টাকা। ও একাই টাকা নিয়েছে, কাউকে দেয়নি। তাপস মণ্ডলের দাবি, নেতাদের নাম করে টাকা তুলতেন কুন্তল। কার নাম করে টাকা তোলা হত? এই প্রশ্নের উত্তরে তাপস মণ্ডল বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেও টাকা তুলেছিল। কুন্তল অস্বীকার করলেও তাপসের মন্তব্যকে তদন্তকারী সংস্থা গুরুত্ব দিয়ে দেখবে বলেই সূত্রের খবর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top