চলন্ত ট্রেনে বৃদ্ধ দম্পতির ভালোবাসা! হৃদয় ছুঁয়ে যাওয়ার মতোন ভিডিও ! দেখুন সেই ভিডিও , ট্রেনে অসুস্থ বৃদ্ধা স্ত্রীকে পরম যত্নে খাবার খাওয়াতে দেখে নিজেকে আর স্থির রাখতে পারলেন না এক যাত্রী। বৃদ্ধের সেই উদারতার ভিডিও, গোপনে শেয়ার করলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আর পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ট্রেনে সফরকালীন সময় এক বৃদ্ধকে তাঁর অসুস্থ স্ত্রীকে নিজের হাতে খাইয়ে দিতে দেখা গেছে। এমন ভালবাসা হৃদয় স্পর্শ করেছে লক্ষাধিক মানুষের। ভাইরাল ভিডিওটি এখনও পর্যন্ত ৭ লাখের বেশি লাইক পেয়েছে। চলন্ত ট্রেনে অসুস্থ স্ত্রী’র সেবায় বৃদ্ধ! ভিডিও দেখে আবেগতাড়িত নেটিজেনরা l
বৃদ্ধ দম্পতিকে একে অপরের প্রতি এমন যত্ন নিতে দেখে যে কারও মন ভরে যাবে। বৃদ্ধ বয়সেও অটুট এই ভালোবাসা ও যত্ন মানুষকে মুগ্ধ করেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক বৃদ্ধ দম্পতি ট্রেনের বার্থে বসে আছেন এবং বৃদ্ধ তাঁর স্ত্রীকে নিজ হাতে খাওয়াচ্ছেন। কারণ সে অসুস্থ ছিল। তাদের মধ্যে এই ভালবাসা সবাইকে আবেগপ্রবণ করে তুলেছে। এক সহযাত্রী মুহূর্তেই এই দৃশ্য ফ্রেমবন্দী করে ফেলেন। সোশ্যাল মিডিয়ায় এমন মিষ্টি ভিডিও ভাইরাল হতেই তা দেখে মানুষ আবেগে ভেসেছেন।
আরও পড়ুন – দেখে আপনি হতবাক হবেন ! মঞ্চ মাতালেন ভাইরাল ‘নকল’ হানি সিং
ভিডিওটি রাকেশ সাইনি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন- ‘গত কাল রাতে আমি এই লোকটিকে তার অসুস্থ স্ত্রীর হাত ধরে ট্রেনে উঠতে দেখেছি, কখনও খাওয়াচ্ছেন আবার কখনও টয়লেটে নিয়ে যাচ্ছেন। রাতে বিছানা তৈরি করে পরম আদরে ঘুম পাড়িয়ে দিচ্ছেন। এ যেন এক নিখাদ সারাক্ষণ ওদের দিকেই তাকিয়ে থাকলাম, নিজেকে আটকাতে পারলাম না। খুবই আবেগপ্রবণ হয়ে পড়লাম’।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)