টুইটারে ব্লু টিক ফিরে পেতে কর্তৃপক্ষের কাছে হাত জোড় বিগ বি’র!

টুইটারে ব্লু টিক ফিরে পেতে কর্তৃপক্ষের কাছে হাত জোড় বিগ বি’র!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

টুইটারে ব্লু টিক ফিরে পেতে কর্তৃপক্ষের কাছে হাত জোড় বিগ বি’র! হঠাৎই টুইটার থেকে ব্লু টিক হারালেন বলিউডের বাদশা শাহরুখ খান (Sharukh Khan), প্রিয়ঙ্কা চোপড়াসহ অমিতাভ বচ্চনরা (Amitabh Bachhan)। টুইটার (Twitter) প্রিমিয়ামের টাকা না দেওয়ার জন্যই এই পদক্ষেপ করেছে টুইটার কর্তৃপক্ষ, এমনটাই জানা যাচ্ছে। শুধু বলিউড তারকারাই নন, ব্লু টিক হারানোর তালিকায় নাম জুড়েছে প্রাক্তন আমেরিকান সেক্রেটারি হিলারি ক্লিন্টনেরও। ব্লুটিক ফিরে পাওয়ার জন্য হাত জোড় করছেন স্বয়ং বিগ বি। কী বলছেন তিনি?

 

 

 

 

 

 

রাতারাতি এভাবে ব্লু টিক উড়ে যাওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। নেপথ্যের কারণ কী? ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পরই একাধিক নয়া নিয়ম সামনে এসেছিল। শোনা গিয়েছিল ভিন্ন মাধ্যম থেকে টুইটার ব্যবহার করলে ভিন্ন টাকা দিতে হবে ব্যবহারকারীদের। যে সকল ব্যক্তি ওয়েবের মাধ্যমে টুইটার ব্যবহার করেন তাঁদের মাসিক ৭ ডলার দিতে হবে। তবে যারা মোবাইলের মাধ্যমে টুইটার ব্যবহার করেন তাঁদের মাসিক ১১ ডলার চার্জ দিতে হবে। ভারতীয় মুদ্রায় ওয়েবের খরচ পড়বে ৬৫০ টাকা এবং মোবাইলের ক্ষেত্রে ৯০০ টাকা।তবে কী এই টাকা এখনও অবধি না দেওয়ার জন্যই ব্লু টিুক হারাতে হল সেলেবদের? যদিও এখনও খোলসা হয়নি গোটা বিষয়টি। তবে মনে করা হচ্ছে, মাইক্রো ব্লগিং সংস্থা টুইটারের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তারই প্রথম পদক্ষেপ এটি। শুধু বলিউড তারকারাই নন। ব্লু টিক হারিয়েছেন রাহুল গান্ধী, বিরাট কোহলিরাও।

 

আরও পড়ুন –  বাড়িতে আসা সিবিআই আধিকারিকদের জন্য চপ-মুড়ির ব্যবস্থা করলেন নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস…

 

 

টুইটারে বিগ বি লিখেছেন, “টাকা তো দিয়ে দিয়েছি। এবার দয়া করে ব্লুটিক টা ফিরিয়ে দাও ভাই। নইলে মানুষজন বুঝতেই পারবেন না এটা আমি।” অন্যদিকে অভিনতা বীর দাস ব্লুটির হারিয়ে লিখেছেন, “আমি চাই পৃথিবী শিল্পীদের টিকিটের মাধ্য়মে চিনুক, টিকের মাধ্যমে নয়।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top