২৫ হাজার কোটির প্রকল্পের উদ্বোধন হবে মোদীর হাতে ,মধ্যপ্রদেশের পাশাপাশি যাচ্ছেন কেরল

২৫ হাজার কোটির প্রকল্পের উদ্বোধন হবে মোদীর হাতে ,মধ্যপ্রদেশের পাশাপাশি যাচ্ছেন কেরল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৫ হাজার কোটির প্রকল্পের উদ্বোধন হবে মোদীর হাতে ,মধ্যপ্রদেশের পাশাপাশি যাচ্ছেন কেরল, চলতি মাসে একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।  সরকারি সূত্রে জানা গিয়েছে, ২৪ এপ্রিল মধ্যপ্রদেশের রেওয়াতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন মোদী। ই-গ্রামস্বরাজ এবং জেইএম পোর্টালের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।২৪-২৫ এপ্রিল মধ্যপ্রদেশের পাশাপাশি কেরল, কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন-দিউ সফরে যাবেন তিনি। সফরকালে মোট প্রায় ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তাঁর। প্রসঙ্গত, চলতি বছরের শেষে বিধানসভা নির্বাচন রয়েছে মধ্যপ্রদেশে। ভোটের ময়দানে মাটি শক্ত করতে এখন থেকেই মাঠে নেমে পড়েছে শাসক-বিরোধী সবপক্ষই। এমতাবস্থায় সে রাজ্যে মোদীর আগমণ রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও বিগত কয়েকদিনে তিনি বেশ কয়েকবার মধ্যপ্রদেশে গিয়েছেন।

 

 

 

 

এরপরেই তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে ৩২ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। পরবর্তীতে সন্ধ্যায়, NAMO মেডিকেল শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। পরবর্তীতে সিলভাসা, দাদরা এবং নগর হাভেলিতে ৪ হাজার ৮৫০ কোটি টাকার বেশি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি দমনেও কিছু প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

 

 

 

 

আরও পড়ুন –  গুজরাত সরকারের আপত্তি খারিজ করে গোধরাকাণ্ডের ৮ দোষীকে জামিন শীর্ষ আদালতের

 

 

 

 

সরকারি সূত্রে জানা গিয়েছে, ২৪ এপ্রিল মধ্যপ্রদেশের রেওয়াতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন মোদী। ই-গ্রামস্বরাজ এবং জেইএম পোর্টালের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। সেখানেই ১৭ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। একইসঙ্গে কেরল সফরে গিয়ে কেরলের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসেরও শুভ উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। ২৫ তারিখ তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে এই উপলক্ষে বড় অনুষ্ঠানও রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top