বৃষ্টির পূর্বাভাস ! সোমে ৫০, মঙ্গলে ৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়া,হাওয়া অফিসের বার্তা , তীব্র তাপপ্রবাহ আর সঙ্গে গরমের দাপট থেকে সাময়িক স্বস্তি পেয়েছেন দক্ষিণবঙ্গবাসী। রবিবার আকাশ ছিঁটেফোঁটা বৃষ্টি হলেও তাপমাত্রার পারদ খানিকটা হলেও নেমেছে। আর তাতেই গরমের জ্বালা থেকে মুক্তি। গতকাল পরিবেশ কিছুটা ঠান্ডা হলেও শনিবার সকালে রোদের তেজ ভালই ছিল বলে বলছেন শহরবাসী। তবে এতদিন যেভাবে নাজেহাল হতে হচ্ছিল তার থেকে গরম অল্প হলেও কম হয়েছে বলে মানছেন তাঁরা। আপাতত, মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া স্বস্তিদায়ক থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
গতকাল মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, মধ্য উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এর ফলে বঙ্গোপসাগরের থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করেছে। এই প্রচুর জলীয় বাষ্পের কারণেই আগামী পাঁচ দিন রাজ্যের প্রায় সব জেলাতেই তাপমাত্রা অনেকটা কম হবে।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ (২২ এপ্রিল) থেকে মঙ্গলবার (২৫ এপ্রিল)পর্যন্ত রোজই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ রাজ্যের প্রতিটি জেলায়। সোমবার পর্যন্ত ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। ফলে এই দিনগুলিতে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে আবহওয়া অফিস।
আরও পড়ুন – কেন দুবার পালিত হয় ইদ? বকরি ইদ ও ইদ-উল-ফিতর-এ পার্থক্য কী?
তবে শুধু দক্ষিণের জেলাগুলিতেই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও একইভাবে ঝড়-বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। পাশাপাশি, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড়ের সময়ে বজ্রবিদ্যুতের সম্ভবনাও থাকছে, সেই নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে হাওয়া অফিস।