কালিয়াগঞ্জে ধর্ষিতার দেহ হেঁচড়ে নিয়ে গেছে পুলিশ? ডিজিকে ভিডিওর সত্যতা যাচাই করতে বলল মহিলা কমিশন , কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শনিবার নতুন করে উত্তেজনা ছড়ায় কালিয়াগঞ্জে। শুক্রবারের মতোই চিত্র দেখা গেল কালিয়াগঞ্জের (Kaliyaganj) রাস্তায়। এই ঘটনায় আগেই সিবিআই তদন্তের দাবি জানায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবার জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women) চেয়ারম্যান রাজ্যের ডিজি মনোজ মালব্যকে (Manoj Malviya) চিঠি দিলেন।
প্রসঙ্গত, শুক্রবার কালিয়াগঞ্জে (Kaliaganj) বাড়ির কাছের একটি পুকুর পাড় থেকে এক কিশোরীর বিবস্ত্র দেহ উদ্ধার হয়েছিল। অভিযোগ ওঠে, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এমনকী বিজেপি নেতা অমিত মালব্যও একটি ভিডিও শেয়ার করে দাবি করেন, পুলিশ অমানবিকভাবে কিশোরীর দেহ রাস্তা দিয়ে টেনে হেঁচড়ে নয় যাচ্ছে।
ডিজিকে লেখা চিঠিতে এই ভিডিওর সত্যতা যাচাই করতে বলে জাতীয় কমিশন। ডিজিকে ব্যক্তিগতভাবে বিষয়টি দেখার জন্য অনুরোধ করা হয়েছে। শুধু তাই নয়, যদি এমন ঘটনা সত্যি হয় তবে অবিলম্বে অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থাও নিতে বলা হয়েছে।পাশাপাশি, কিশোরীর মৃত্যুর ঘটনার তদন্ত দ্রুত শেষ করার আর্জিও জানানো হয়। গোটা ঘটনার রিপোর্ট কমিশনকে ৩ দিনের মধ্যে দিতেও বলা হয়েছে।
আরও পড়ুন – বৃষ্টির পূর্বাভাস ! সোমে ৫০, মঙ্গলে ৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়া,হাওয়া অফিসের বার্তা
বিকেল চারটে পর্যন্ত এই ব্যাপারে পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি। এদিকে গতকালের এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চলছে রাজনৈতিক তরজা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে বলেন, ‘বাংলায় আরও এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হল। দুঃখের বিষয় হল, ভাইপোর নিরাপত্তা নিয়ে ব্যস্ত পুলিশ, দুর্ভাগ্যজনক ভাবে যার মূল্য চোকাতে হচ্ছে মহিলাদের, রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার কারণে দুর্বৃত্তরা সাহস পাচ্ছে।’ পাল্টা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই ঘটনায় উত্তরপ্রদেশের উন্নাওয়ে ঘটনার উল্লেখ করে বলেন, “শুভেন্দুবাবু শকুনের রাজনীতি করছেন।”