সরকারি বাংলো ছাড়লেন রাহুল গান্ধী

সরকারি বাংলো ছাড়লেন রাহুল গান্ধী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সরকারি বাংলো ছাড়লেন রাহুল গান্ধী। সরকারি নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই বাংলো খালি করে দিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। শনিবার, ইদের দিনই তুঘলক লেনের বাংলো (Bungalow) ছাড়লেন তিনি। বাংলোর চাবি হস্তান্তর করে ‘এটা সত্য বলার খেসারত’ বলেই জানান ওয়ানাড়ের পদচ্যুত সাংসদ। ২০০৫ সালের ২২ এপ্রিল থেকে টানা ১৯ বছর ওই বাংলোতে ছিলেন। আপাতত মা তথা রায়বরেলির সাংসদ সনিয়া গান্ধীর (Sonia Gandhi) ১০ জনপথের বাংলোতেই উঠলেন রাহুল।

 

 

 

 

 

 

প্রসঙ্গত, মোদী পদবি নিয়ে বিতর্কের জেরে গত ২২ মার্চ সুরাট আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দু-বছরের কারাদণ্ড ঘোষণা করে। যদিও জামিনে মুক্তি পান তিনি। তবে এই শাস্তির জেরে রাহুলের সাংসদ পদ খারিজ করেন লোকসভার অধ্যক্ষ। এরপরই গত ২৭ মার্চ নির্দিষ্ট নিয়ম মেনে সাংসদ কোটায় প্রাপ্ত ১২, তুঘলক লেনের বাংলোটি ছাড়ার নির্দেশ দেয় লোকসভা হাউজিং কমিটি। বাংলো ছাড়ার জন্য তাঁকে একমাসের সময় বেঁধে দেওয়া হয়। যা নিয়ে গোটা দেশে সমালোচনার ঝড় ওঠে। যদিও নির্দিষ্ট সময়ের মধ্যেই বাংলোটি খালি করে দেবেন বলে জানিয়েছিলেন ওয়ানাড়ের পদচ্যুত সাংসদ। সেই প্রতিশ্রুতি রাখলেন রাহুল।

 

 

 

আরও পড়ুন –   ইদের দিন ভক্তদের দর্শন দিলেন কিং খান

 

 

তুঘলক লেনের বাংলো থেকে আসবাব সহ ব্যবহৃত সামগ্রী খালি করার কাজ অনেক আগেই শুরু করে দিয়েছিলেন রাহুল গান্ধী। গত সপ্তাহেই দুটো ট্রাকে করে রাহুলের ব্যবহৃত সামগ্রী তুঘলক লেনের বাংলো থেকে সরানো হয়। তারপর এদিন সকাল থেকে দু-বার রাহুল গান্ধী ও তাঁর সহোদরা প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে ওই বাংলোয় যেতে দেখা যায়। অবশেষে দুপুরে সম্পূর্ণভাবে বাংলো ছেড়ে দেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সনিয়া গান্ধীর উপস্থিতিতেই দু-দশক ধরে থাকা বাংলোর চাবি ফেরত দিয়ে দেন রাহুল। বাংলো ছেড়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, “দেশের মানুষ ১৯ বছরের জন্য এই বাড়িটি আমাকে দিয়েছিলেন। আমি তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। এটা সত্যি বলার দাম। তবে সত্যি বলার জন্য আমি যে কোনও মূল্য দিতে প্রস্তুত।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top