আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে CBSE দশম ও দ্বাদশ পরীক্ষার ফল, কী ভাবে চেক করবেন জানুন

আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে CBSE দশম ও দ্বাদশ পরীক্ষার ফল, কী ভাবে চেক করবেন জানুন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে CBSE দশম ও দ্বাদশ পরীক্ষার ফল, কী ভাবে চেক করবেন জানুন , সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) আগামী সপ্তাহেই দশম এবং দ্বাদশ  (Class 10 and 12) পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারে। তবে কবে এবং কখন ফলাফল প্রকাশ করা হবে, সেটা বোর্ডের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক জানানো হয়নি। তবে CBSE ২০২৩-এর ফল ঘোষণার পর দশম এবং দ্বাদশ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট (Website) results.cbse.nic.in এবং cbse.gov.in-এ রোল নম্বর দিয়ে ফলাফল পরীক্ষা করতে পারেন। সিবিএসই ২০২৩ দশম পরীক্ষায় প্রায় ২২ লক্ষ শিক্ষার্থী এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রায় ১৭ লক্ষ পরীক্ষার্থী অংশ নেয়। সিবিএসই-র নিয়ম অনুযায়ী, পাশ করার জন্য প্রার্থীর প্রতিটি বিষয়ে ৩৩ শতাংশ নম্বর পাওয়া বাধ্যতামূলক।

 

 

 

 

শিক্ষার্থীরা উমং অ্যাপের মাধ্যমেও ফলাফল দেখতে পারবে। CBSE দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল। দশম শ্রেণির পরীক্ষা ২১ মার্চ শেষ হয়েছিল এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৫ এপ্রিল শেষ হয়েছে।

 

 

 

 

কোন ওয়েবসাইটে CBSE 2023 পরীক্ষার ফলাফল দেখা যাবে? results.cbse.nic.in cbse.gov.in parikshasangam.cbse.gov.in digilocker.gov.in results.gov.ইন

 

 

 

CBSE ২০২৩ পরীক্ষার ফলাফল কী ভাবে জানবেন? ১) শিক্ষার্থীরা CBSE-এর অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-এ যান। ২) দশম বা দ্বাদশ ফলাফলের লিঙ্কে ক্লিক করুন। ৩) রোল নম্বর ইত্যাদি লিখুন। ৪) ফলাফল আপনার স্ক্রিনে আসবে। ৫) চেক করার পর প্রিন্ট বের করে নিন।

 

 

আরও পড়ুন –   নিয়োগ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন অভিষেক, আর কী কী…

 

 

CBSE ২০২৩  (2023) দশম পরীক্ষায় প্রায় ২২ লক্ষ শিক্ষার্থী এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রায় ১৭ লক্ষ পরীক্ষার্থী অংশ নেয়। সিবিএসই-র  (CBSC)নিয়ম অনুযায়ী, পাশ করার জন্য প্রার্থীর প্রতিটি বিষয়ে ৩৩ শতাংশ নম্বর পাওয়া বাধ্যতামূলক।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top