নিজস্ব সংবাদদাতা,মালদা, ১লা ডিসেম্বর :বাইক চোর সন্দেহে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা থানার জাতীয় সড়ক সংলগ্ন রাজীব গান্ধী মার্কেট এলাকায়। আহত ব্যাক্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে আহতের নাম রিঙ্কু খান। পেশায় সে ফার্নিচার মিস্ত্রী। বাড়ি মালদা থানার কাজী দ্বারা এলাকায়। তার পরিবারের সদস্যরা জানায়, এদিন তিনি স্থানীয় বাজারে বাইক রেখে বাজার করতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন তার বাইকের চাবি টি হারিয়ে গেছে। তার বাইক এর মত আরেকটি বাইক পাশেই রাখা ছিল। সে তখন ওই বাইকটির ওপর হাত দেয়। তার চাবি না পেয়ে সে তখন বাইকটিকে ভ্যান ডেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।সেই সময় স্থানীয়রা সেই ঘটনা দেখতে পেয়ে বাইক চোর সন্দেহে তাকে উত্তম মধ্যম মারধর শুরু করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।