Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
কংগ্রেসকে আক্রমণ মোদির

‘বজরংবলীর নাম করলে গারদের পিছনে পাঠাতে চাইছে ওরা’, কংগ্রেসকে আক্রমণ মোদির

‘বজরংবলীর নাম করলে গারদের পিছনে পাঠাতে চাইছে ওরা’, কংগ্রেসকে আক্রমণ মোদির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘বজরংবলীর নাম করলে গারদের পিছনে পাঠাতে চাইছে ওরা’, কংগ্রেসকে আক্রমণ মোদির , “আগে সমস্যা ছিল রামকে নিয়ে। এখন সমস্যা হনুমানেও। যারা বজরংবলীর নাম-গান করেন এখন তাঁদের গারদের পিছনে পাঠাতে চাইছে ওরা।” কর্নাটকে ভোট প্রচারে গিয়ে এ ভাষাতেই কংগ্রেসকে (Congress) আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রসঙ্গত, ভোটের আগে মঙ্গলবার সকালে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস। এই ইস্তেহারেই কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে, ক্ষমতায় এলে পিএফআই, বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা বজরং দলের মতো সংগঠনকে নিষিদ্ধ করা হবে। যা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতর বাড়ছেই। এবার মোদীর এ মন্তব্য নিয়ে নতুন করে চর্চা শুরু হয়ে গিয়েছে।

 

 

 

 

প্রসঙ্গত, সোমবার বেঙ্গালুরুতে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে দেখা যায় বিজেপিকে। তারপরই এবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে দিয়েছে কংগ্রেসও। যা নিয়ে বেড়েছে বিতর্ক। অন্যদিকে ক্ষমতায় আসার ১ বছরের মধ্যেই সমস্ত জনবিরোধী ও অযাচিত আইন বাতিল করার প্রতিশ্রুতিও দিয়েছে কংগ্রেস। ইস্তেহারে রয়েচে তার স্পষ্ট উল্লেখ। বিশেষত, যেসব আইনগুলি রাজ্যে বিজেপির আমলে পাশ করা হয়েছে সেগুলিই বাতিল করার আশ্বাস দিয়েছে হাত শিবির। সপ্তাহখানেক বাদেই রয়েছে কর্নাটকের বিধানসভা ভোট। তার আগে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত শাসক বিরেধী সবদলই। এদিনই কর্নাটকের হসপেটে বড় জনসভা করতে দেখা গিয়েছে মোদীকে। সেখানেই একাধিক ইস্যুতে হাত শিবিরের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানাতে দেখা যায় প্রধানমন্ত্রী। যদিও ইস্তেহারে মোদীর আক্রমণের পাল্টা কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত দিতে দেখা যায়নি কংগ্রেস নেতাদের।

 

 

 

আরও পড়ুন –  বছরের প্রথম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা! ঘূর্ণিঝড়ের প্রস্তুতি নিচ্ছে নবান্ন,চালু হচ্ছে কন্ট্রোল রুম

 

 

 

কংগ্রেসের এই ইস্তেহারে সাফ লেখা হয়েছে, “জাতি বা ধর্মের ভিত্তিতে সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ানো ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কংগ্রেস প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি যে আইন ও সংবিধান পবিত্র। বজরং দল (Bajrang Dal), পিএফআই এবং অন্যান্য সংগঠনগুলি তা লঙ্ঘন করতে পারবে না।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top