কলকাতা মেট্রোয় দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ যাত্রীদের একাংশের ,বেশ কিছু দিন ধরেই মেট্রোয় (Kolkata Metro) দুর্ভোগ হচ্ছে বলে অভিযোগ করছেন যাত্রীরা। অফিস টাইমে মেট্রো দেরিতে চলছে। যদিও, মেট্রো কর্তৃপক্ষ এই অভিযোগ মানতে রাজি নন। কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবা নিয়ে ক্রমেই ক্ষোভ বাড়ছে যাত্রিমহলে। তাঁদের অভিযোগ, সময় মেনে চলছে না মেট্রো! অফিস টাইমে ট্রেন দেরিতে আসছে। কোনও কোনও সময় না জানিয়ে ‘বাতিল’ও করে দেওয়া হচ্ছে। যাত্রীদের আরও অভিযোগ, এ জন্য স্টেশনে কোনও ঘোষণাও করা হচ্ছে না। শুধু ‘ডিসপ্লে বোর্ডে’ সময় বদলে যাচ্ছে। মেট্রো (Metro) দেরিতে আসায় এবং বাতিল হওয়ার জেরে গন্তব্যে পৌঁছতে যেমন দেরি হচ্ছে যাত্রীদের। ফলে এক একটা মেট্রোয় অতিরিক্ত ভিড় হচ্ছে। বিপাকে পড়ছেন যাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষ যদিও বলছেন, সমস্যা সাময়িক। কোনও মেট্রোই বাতিল করা হয়নি। যেটুকু সমস্যা আছে, তা খুব শীঘ্রই মিটিয়ে ফেলা সম্ভব হবে।
মঙ্গলবার সকাল ৮টা ২২ মিনিটে কবি সুভাষ স্টেশনে পৌঁছেছিলেন এক যাত্রী । তাঁর গন্তব্য ছিল এসপ্ল্যানেড। অভিযোগ, ‘‘ডিসপ্লে বোর্ডে দক্ষিণেশ্বরগামী মেট্রোর সময় ছিল ৮টা ২৪। কিন্তু সময় মতো মেট্রো আসেনি। ২-৩ মিনিট দেরিতে এসেছে।’’ তাঁর কথায়, ‘‘সকালে অফিস যাওয়ার জন্য এমনিই তাড়াহুড়ো থাকে। তার মধ্যে ২-৩ মিনিট মেট্রো লেট। দেরি হওয়ার কারণে অস্বাভাবিক ভিড় হচ্ছে মেট্রোতে (Metro)। অফিস থেকে ফেরার সময়েও একই সমস্যা। রোজ যদি এমন হয় তা হলে তো মুশকিল।’’
আরও পড়ুন – বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে দু’টি মামলা গেল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে
এক যাত্রীর অভিযোগ, কবি নজরুল স্টেশনে ‘ডিসপ্লে বোর্ডে’ দমদমগামী মেট্রোর সময় দেখানো হয়েছিল সকাল ৭টা ৪১। কিন্তু, সেই সময় মেট্রো আসেনি। সকাল ৭টা ৫৩ মিনিটে মেট্রো আসে।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youutbe )