Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে আক্ষেপ মমতার,

সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে আক্ষেপ মমতার, বললেন, এ বার পরিবর্তন জরুরি

সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে আক্ষেপ মমতার, বললেন, এ বার পরিবর্তন জরুরি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে আক্ষেপ মমতার, বললেন, এ বার পরিবর্তন জরুরি ,২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির প্রবল চেষ্টাকে ব্যর্থ করে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। নরেন্দ্র মোদী, অমিত শাহদের ‘‌অব কি বার, দোশো পার’-এর লক্ষ্য ভেঙে দিয়ে আবার বাংলার মসনদে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় বার সরকার গঠনের দ্বিতীয় বর্ষপূর্তিতে এ বার কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা। আহ্বান জানালেন বিরোধীদের ঐক্যবদ্ধ হতে।

 

 

 

দ্বিতীয় বর্ষপূর্তিতে তাঁর সরকারের আমলে বিভিন্ন সরকারি প্রকল্পের কথা তুলে ধরেছেন মমতা। জানান, ওই জনমোহিনী প্রকল্পের জন্য প্রভূত উপকার হয়েছে বাংলার মানুষের। তিনি জোর দেন ভ্রাতৃত্ববোধ এবং অখণ্ডতার উপর। অভিযোগের সুরে মমতা বলেন, ‘‘প্রচুর কাজ হওয়ার পরেও কুৎসা এবং অপপ্রচার করছে বিরোধীরা। তবে তার মধ্যেও বাংলা মাথা তুলে দাঁড়িয়ে আছে।’’ এর পর সরাসরি কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মানুষকে ‘মন কি বাত’ বলার নামে ‘ঝুট কি বাত করতে হ্যায়।’’

 

 

 

 

ভোটমুখী কর্নাটকেও বিজেপি ‘ভুয়ো প্রতিশ্রুতি’ দিচ্ছেন বলে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। মমতার কথায়, ‘‘আমাদের লড়তে হচ্ছে মানি পাওয়ার, মাস্‌ল পাওয়ার, মাফিয়া পাওয়ার এবং একটি শোচনীয় সরকারের সঙ্গে। তার পরও আমরা মনে করি, বাংলা কোনও দিন হারেনি। বাংলা মাথা উঁচু করে থাকবে।’’

 

 

 

বাংলার মানুষকে শুভেচ্ছা জানিয়ে মমতা বলেন, ‘‘সবাইকে শুভনন্দন। আর দেশের জন্য একটা কথা বলতেই হবে— এই দেশে পরিবর্তন হওয়া খুব জরুরি। পরের ভোট হবে পরিবর্তনের নির্বাচন।’’ তাঁর সংযোজন, ‘‘যদি ১২ বছরে আমরা এত কিছু করতে পারি একটা অত্যাচারী সরকারের বিরুদ্ধে লড়ার পরে, তা হলে ১০ বছরের একটি জুমলা সরকারের বিরুদ্ধেও লড়তে পারব। তাই সব বিরোধী দলকে বলব, আসুন একজোট হই। বিজেপিকে পরাস্ত করি। গণতন্ত্রে মানুষ শেষ কথা বলুক।’’

 

 

 

 

মঙ্গলবার একটি ভিডিয়ো বার্তায় মমতা বলেন, ‘‘২০২১ সালে অনেক ঝড়-ঝঞ্ঝা পেরিয়ে মা-মাটি-মানুষকে সরকার গঠন করবার দায়িত্ব দিয়েছেন বাংলার মানুষ। বামফ্রন্টের ৩৪ বছরের অত্যাচারী শাসনের পর আমাদের সরকারের ১২ বছর হল। তাতে বাংলাকে আমরা অনেক এগিয়ে দিতে পেরেছি। সারা বিশ্বের দরবারে বাংলা বন্দিত হচ্ছে। বাংলা বিদ্যুৎশক্তিতে এগিয়ে গিয়েছে। শিল্পের পরিকাঠামোয় এগিয়েছে। পর্যটনে এগিয়েছে। অর্থনৈতিক সিস্টেমে পরিবর্তন এসেছে।’’ এর পর মমতার সংযোজন, ‘‘ তবে দুঃখ আমাদের একটাই।’’

 

 

 

 

আরও পড়ুন –   ‘সব হিসাব মিটিয়ে দিয়েছি’! প্রয়াগরাজে দাঁড়িয়ে হুঁশিয়ারি যোগীর

 

 

মমতা বলেন, ‘‘আমরা ভেবেছিলাম ৩৪ বছরের অত্যাচারী সরকার চলে যাওয়ার পরে কেন্দ্রীয় সরকার থেকে আমরা একটু সহানুভূতি পাব। আমাদের ন্যায্য টাকাপয়সা পাব। কিন্তু সহানুভূতি তো আমরা পাইইনি। উপরন্তু ১০০ দিনের কাজের বকেয়া টাকাটাও দেয়নি কেন্দ্র। তবু তার মধ্যেও আমরা ১০ হাজার কোটি কর্মদিবস সৃষ্টি করেছি।’’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top