প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিস্তারিত রিপোর্ট প্রকাশের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিস্তারিত রিপোর্ট প্রকাশ করতে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদকে তিনি এই নির্দেশ দিয়েছেন। বিচারপতি বলেছেন, ২০১৬ সালের প্রাথমিকে যে হাজার হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছিল, তাদের মেধা তালিকা-সহ নিয়োগ প্রক্রিয়ার বিশদ রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে পর্ষদকে।
প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত দু’টি মামলা সুপ্রিম কোর্টের নির্দেশ সরানো হয়েছে কলকাতা হাই কোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। তবে এখনও তাঁর হাতে রয়েছে প্রাথমিকের অন্যান্য মামলা। তারই একটিতে বুধবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। নিজের এজলাসে বসে তিনি পর্ষদকে বলেন, ‘‘২০১৬ সালের শেষ প্যানেলভুক্ত প্রার্থীদের নাম প্রকাশ করতে হবে। আদালতকে সে বিষয়ে জানাতেও হবে। রিপোর্টে উল্লেখ করতে হবে প্রার্থীর জেলা, জাতি, শ্রেণি-সহ সমস্ত তথ্য।’’
উল্লেখ্য, ২০১৬ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় মোট চাকরি পেয়েছিলেন ৪২,৫০০ জন। বিচারপতির নির্দেশে এঁদের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ্যে আনতে হবে পর্ষদকে।
আরও পড়ুন – আগামী বৃহস্পতিবার মমতা -অভিষেকের যুগলবন্দি দেখতে পাবেন মালদহের জনতা,মালদহের মঞ্চে একসঙ্গে থাকবেন…
বিগত কয়েক বছরে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ হয়েছিল দু’বছর। ২০২১ সালে এবং তারও বছর পাঁচেক আগে, ২০১৬ সালে। নিয়োগ দুর্নীতি নিয়ে যে শোরগোল চলছে তা মূলত ২০১৬-য় নেওয়া ইন্টারভিউয়ের ভিত্তিতে চাকরি পাওয়া প্রার্থীদের নিয়েই। বিচারপতি সেই নিয়োগ প্রক্রিয়ারই বিশদ তথ্য প্রকাশ করতে বলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে। একই সঙ্গে তাঁর নির্দেশ, আগামী ২ সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে রিপোর্ট দিতে হবে।