Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
রাজ্য পুলিশের বিরুদ্ধে আবারও সুর চড়ালেন শুভেন্দু অধিকারী।

‘রাজ্যে CrPC-IPC-র অপব্যবহার, বন্ধ করতে বড় পদক্ষেপ করছে কেন্দ্র’,বললেন শুভেন্দু

‘রাজ্যে CrPC-IPC-র অপব্যবহার, বন্ধ করতে বড় পদক্ষেপ করছে কেন্দ্র’,বললেন শুভেন্দু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘রাজ্যে CrPC-IPC-র অপব্যবহার, বন্ধ করতে বড় পদক্ষেপ করছে কেন্দ্র’, বললেন শুভেন্দু , রাজ্য পুলিশের (West Bengal Police) বিরুদ্ধে বুধবার আবারও সুর চড়ালেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্য পুলিশ শাসকের দলদাস হিসেবে কাজ করে বলে অতীতেও বার বার আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতারা। বুধবার কোলাঘাটের সাংবাদিক বৈঠক থেকে বললেন, ‘জাতীয় মানবাধিকার কমিশন ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে এসে পুলিশের মুখোশ টেনে খুলে দিয়েছে। বলেছে এখানে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে।’ এরপরই একটি চাঞ্চল্যকর দাবি করেন শুভেন্দু অধিকারী। বললেন, ‘আমি সূত্র মারফত জেনেছি, পশ্চিমবঙ্গ ও তেলঙ্গানা যেভাবে সিআরপিসি ও আইপিসির (CrPC and IPC) অপব্যবহার করছে, তা বন্ধ করার জন্য ভারত সরকার খুব বড় উদ্যোগ নিয়েছে। আমি যেটুকু আমার সূত্র মারফত জানতে পেরেছি, আর বড়জোড় দু-তিন মাস লাগবে এই জিনিস বন্ধ হতে।’

 

 

 

 

বুধবার ময়নায় বিজেপির ডাকা বনধ সফল হয়েছে বলে দাবি করে বিরোধী দলনেতা বললেন, ‘আমাদের নির্দেশ ছিল, পুলিশের নীচুতলার কর্মীরা যাতে কোনওভাবে শারীরিকভাবে আক্রান্ত না হন। আমাদের কর্মীরা সেই কাজ করেননি। কারণ, সবটাই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে হচ্ছে। পুলিশের নীচুতলার কর্মীরা উপলক্ষ্য মাত্র। মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করছেন অমর নাথের (জেলার পুলিশ সুপার) মতো কিছু দলদাস আইপিএস অফিসার। তাঁদের ব্যবস্থা আমরা ঠিক সময়ে আইনি পথে করব।‘ প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপারের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময়ে সুর চড়িয়েছেন শুভেন্দু। এদিন কোলাঘাটের সাংবাদিক বৈঠক থেকে ফের একবার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা।

 

 

 

 

আরও পড়ুন –  পুরীর সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন হাওড়ার বাবা-ছেলে,

 

 

 

 

উল্লেখ্য, রাজ্যে পুলিশি ব্যবস্থা নিয়ে অতীতে বার বার অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। শুধু শুভেন্দুই নন, বঙ্গ বিজেপির বিভিন্ন নেতারা অতীতে বিভিন্ন সময়ে অভিযোগ করেছেন, রাজ্যের পুলিশ প্রশাসন শাসকের দলদাসে পরিণত হয়েছে। পুলিশ যে শাসক শিবিরের নেতাদের অঙ্গুলিহেলন ছাড়া, কোনও পদক্ষেপ করে না, সেই অভিযোগ এদিন আবারও তুললেন বিধানসভার বিরোধী দলনেতা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top