ভোডাফোন আইডিয়ার জম্পেশ অফার! এবার সব রিচার্জ প্ল্যানে 5GB FREE ডেটা,Vodafone Idea-র ইউজ়ারবেস আগের থেকে অনেকটাই কমেছে। এখন, তার অন্যতম কারণ হল 5G লঞ্চে টেলিকম সংস্থাটির গড়িমসি। তবে, ইউজ়ারদের ধরে রাখতে একাধিক প্ল্যান নিয়ে কাটাছেঁড়া করছে Vi। সেই সঙ্গেই আবার বেশ কিছু নতুন প্ল্যান নিয়েও হাজির হয়েছে বেসরকারি এই টেলকো। সম্প্রতি Vi একটি নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছে, যা ব্যবহারকারীদের অতিরিক্ত ডেটা অফার করবে কোনও অতিরিক্ত খরচা ছাড়াই। সেই অফার তখনই পাওয়া যাবে যখন তা Vi App থেকে রিচার্জ করবেন।
5GB ডেটার Vi প্ল্যান
ভোডাফোন আইডিয়ার তরফে বলা হয়েছে, যে সব কাস্টমাররা 199 টাকা থেকে 299 টাকার মধ্যে রিচার্জ করবেন, তাঁরা তিন দিনের জন্য 2GB অতিরিক্ত ডেটা পেয়ে যাবেন। টেলকোটি জানিয়েছে, কাস্টমাররা অ্যাপ থেকে Vi Movies & TV, Vi Music এবং Vi Games সম্পূর্ণ বিনামূল্যে অ্যাক্সেস করতে পারবেন। সেখানে প্রায় 1200 মোবাইল গেম রয়েছে, যেগুলি অ্যান্ড্রয়েড HTML5-এর উপরে ভিত্তি করে তৈরি।
Vi সম্প্রতি দুটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে, যাদের খরচ যথাক্রমে 368 টাকা ও 369 টাকা। দুটি রিচার্জ প্ল্যানের অফার প্রায় এক, সামান্য কিছু ফারাক রয়েছে অফারিংয়ের দিক থেকে। এই দুই প্ল্যানেই ব্যবহারকারীরা 30 দিনের ভ্যালিডিটি পিরিয়ডে প্রতিদিন 2GB করে ডেটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ সব মিলিয়ে প্ল্যানটিতে 60GB ডেটা পেয়ে যাবেন। সেই সঙ্গেই আবার থাকছে প্রতিদিন 100টা করে SMS অফার এবং Vi Movies & TV-এর ফ্রি সাবস্ক্রিপশন। প্ল্যান দুটিতে 1 টাকা খরচের তারতম্যে বেশ কিছু OTT অফারিংয়ের ফারাক রয়েছে।
কয়েক দিন আগে একটি 181 টাকার প্রিপেড প্ল্যানও লঞ্চ করেছে Vodafone Idea। এই প্ল্যানের ভ্যালিডিটি 30 দিন বা 1 মাস। প্রতিদিন প্ল্যানটিতে আপনি পেয়ে যাবেন 1GB করে ডেটা। এদিকে আবার Vi সম্প্রতি তাদের 549 টাকার প্ল্যানটি বন্ধ করে দিয়েছে। সেই প্ল্যানের ভ্যালিডিটি ছিল 180 দিন। তবে তাতে কোনও আনলিমিটেড কলিং বা OTT অফার ছিল না।
আরও পড়ুন – ‘BSF বাড়াবাড়ি করলে ব্যবস্থা নিন, FIR করুন’, পুলিশকে নির্দেশ মমতার
‘মহা রিচার্জ স্কিম’-এর ঘোষণা করেছে Vi বা Vodafone Idea। সেই স্কিমে ব্যবহারকারীরা অতিরিক্ত 5GB ডেটা পেয়ে যাবেন। তবে তার জন্য তাঁদের কোনও অতিরিক্ত খরচ করতে হবে এবং VI অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে হবে প্ল্যানটি। সীমিত সময়ের জন্যই এই অফারটি পাবেন কাস্টমাররা। অফারটি পেতে অন্তত 299 টাকা বা তার উপরের কোনও প্ল্যান রিচার্জ করতে হবে। পাশাপাশি এমন কোনও প্ল্যান থাকতে হবে, যার ভ্যালিডিটি অন্তত তিন দিন।