মালদায় গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ পৌঁছল অভিষেকের দুয়ারে, কী বার্তা দিলেন তৃণমূলের সেকেন্ড-ইন কমান্ড , অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি থামিয়ে বৃহস্পতিবারই বিক্ষোভ হয়েছে মালদহে। খোদ দলের ব্লক সভানেত্রীর বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল কর্মীদেরই একাংশ। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মালদহে জেলা তৃণমূল নেতৃত্বকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ব্লকে ব্লকে যে কমিটি তৈরি হয়েছে, তা মেনে নিয়েই কাজ করতে হবে। শুক্রবারের বৈঠকে এ কথা স্পষ্ট ভাষায় অভিষেক বুঝিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর। এদিন সকালে ব্লক সভাপতি, বিধায়কদের নিয়ে বৈঠক করেন অভিষেক। দু দিনের সফরেই তিনি টের পেয়েছেন গোষ্ঠীদ্বন্দ্ব কীভাবে মালদহ জেলা তৃণমূলের শিরা উপশিরায় ছড়িয়ে রয়েছে।
প্রতিভা সিং এর বিরুদ্ধে অভিযোগ শুনলেও এদিন তাঁকে আলাদা করে কোনও বার্তা অভিষেক দেননি বলেই জানা গিয়েছে। এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, ‘আরও সংগঠিতভাবে কাজ করতে হবে ও দলকে শক্তিশালী করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যার বারবার বলেছেন, স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের এক হয়ে চলার কথাও বলেছেন তিনি। আমার বিরুদ্ধে কারও অভিযোগ থাকলে, আমাকেও চেষ্টা করতে হবে সেটা মিটিয়ে নেওয়ার।’
তবে এই বৈঠকে কোনও লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁর দাবি, মালদহে অন্তত ৬ টি গোষ্ঠী আছে তৃণমূলের অন্দরে। কাকে বার্তা দেবে? তিনি বলেন, ‘কোনও কিছুতেই কোনও কাজ হবে না। তৃণমূল বুঝে গিয়েছে যে তাদের শেষ সময় এসেছে।’
বৃহস্পতিবার অভিষেকের কনভয় যখন ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের রাস্তা ধরে এগোচ্ছিল, তখন তাঁর কনভয় আচমকাই ঘিরে ধরেন স্থানীয় কয়েকজন গ্রামবাসী। তাঁদের দেখে গাড়ি থেকে নেমে আসেন অভিষেক। সেই সময়ে গ্রামবাসীরা ব্লক সভানেত্রী প্রতিভা সিং-এর বিরুদ্ধে অভিষেকের কাছে নালিশ করেন। সেই আবহেই শুক্রবার সকালে ক্যাম্পে জেলার নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন অভিষেক।
আরও পড়ুন – ‘দ্য কেরালা স্টোরি’ সমাজে সন্ত্রাসবাদের মুখোশ খুলে দেবে, এবার মুখ খুললেন মোদী
সূত্রের খবর, বৈঠকে মূলত গোষ্ঠীদ্বন্দ্বের বিরুদ্ধে বার্তা দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তিনি উল্লেখ করেছেন, নবনির্মিত ব্লক কমিটি মেনে নিয়েই কাজ করতে হবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে। পুরনো কমিটির কেউ বাদ পড়লে তাঁদেরও কাজে যুক্ত করতে হবে বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ সমন্বয়ের বার্তাও দেওয়া হয়েছে।