বিদেশি মদ মিলবে ৪০ টাকা কমে ,এ রাজ্যে আরও সস্তা হল মদ

বিদেশি মদ মিলবে ৪০ টাকা কমে ,এ রাজ্যে আরও সস্তা হল মদ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিদেশি মদ মিলবে ৪০ টাকা কমে ,এ রাজ্যে আরও সস্তা হল মদ, তেলঙ্গানায় দেশি ও বিদেশি মদের দাম কমছে। শুক্রবার দেশি ও বিদেশি মদের বর্তমান ব্যতিক্রমী মূল্য কমানোর জন্য তেলঙ্গানা স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেডের (Telengana State Beverages Corporation Limited) প্রস্তাবে অনুমোদন দিল তেলঙ্গানা সরকার। এর ফলে প্রায় ৪০ টাকা দাম কমছে মদের। : দেশি ও বিদেশি মদের দাম কমল তেলঙ্গানায়। ৭৫০ মিলিলিটার দেশি ও বিদেশি মদের বোতলের দাম কমছে ৪০ টাকা।

 

 

 

 

 

 

শুক্রবার কর্মকর্তাদের সঙ্গে টেলিকনফারেন্সে নিষেধাজ্ঞা ও আবগারি কমিশনার সরফরাজ আহমেদ জানান, ২০২৩ সালের ৫ মে থেকে উৎপাদিত মদের উপর নতুন এমআরপি স্টিকার দিয়ে নতুন দামে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনার সব মদ বিক্রেতাদের কাছে নয়া এমআরপি-র তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন।

 

 

আরও পড়ুন –  দাউদকে কবে ভারতের হাতে তুলে দেবেন? প্রশ্ন শুনে পালাতে ব্যস্ত বিলাবল ভুট্টো

 

 

 

তেলঙ্গানায় ৯০ ও ১৮০ মিলিলিটারের দেশি ও বিদেশি মদের বোতলের দাম কমল ১০ টাকা। আর ৩৭৫ মিলিলিটার ও ৭৫০ মিলিলিটার দেশি ও বিদেশি মদের বোতলের দাম কমছে যথাক্রমে ২০ টাকা ও ৪০ টাকা। তবে শুক্রবার পর্যন্ত ডিপো বা স্টোরগুলিতে যেসব মদের বোতল মজুত করা রয়েছে সেগুলি এমআরপিতেওই বিক্রি করা হবে। যেসব মদের বোতল ট্রানজিট ও ট্রাকে আটকে রয়েছে সেগুলির ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য।

 

 

(সব খবর, ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং  Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top